Post Poll Violence: ফের CBI চাপে শাসক নেত্রী-মন্ত্রীরা? লক্ষ্মীবারে ভোট পরবর্তী হিংসা মামলার রায়

Last Updated:

Post Poll Violence: বাংলায় ভোট পরবর্তী হিংসার ঘটনায় একাধিক পিটিশনের শুনানি হাইকোর্টে শেষ হয়েছে। গত ১৮ জুন এই মামলায় কলকাতা হাইকোর্ট অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশনকে কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল।

#কলকাতা: ভোট পরবর্তী হিংসার মামলায় শুরু থেকেই কিছুটা চাপে ছিল রাজ্য সরকার। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট পড়তে রাজ্যকে ৩১ জুলাইয়ের সময়সীমা বেঁধেও দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শেষমেশ সওয়াল জবাব সব শেষ হয়েছে। ভোট পরবর্তী হিংসা মামলায় এবার রায় ঘোষণা করতে চলেছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার সকাল ১১টায় রায় ঘোষণা করবেন কলকাতা হাইকোর্টের ৫ বিচারপতি বেঞ্চ। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল, বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সুব্রত তালুকদারের বৃহত্তর বেঞ্চে বৃহস্পতিবার সকালে এই গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা।
বাংলায় ভোট পরবর্তী হিংসার ঘটনায় একাধিক পিটিশনের শুনানি হাইকোর্টে শেষ হয়েছে। গত ১৮ জুন এই মামলায় কলকাতা হাইকোর্ট অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশনকে কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল। সেই অনুযায়ী কমিটি গঠন করে রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে রিপোর্ট তৈরি করে মানবাধিকার কমিশন। বাংলার গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা হয় সেই রিপোর্টে। জ্যোতিপ্রিয় মল্লিক, উদয়ন গুহদের মতো একাধিক হেভিওয়েট নেতামন্ত্রীকে ‘কুখ্যাত দুষ্কৃতী’ বা ‘গুণ্ডা’র তালিকায় রাখা হয়। রিপোর্টে উল্লেখ করা হয়, রবীন্দ্রনাথ, বিবেকানন্দের বাংলা রক্তস্নাত। সর্বোপরি, ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআই তদন্তের সুপারিশ করা হয় জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে।
advertisement
যদিও মানবাধিকার কমিশনের সেই রিপোর্ট বিজেপির 'ইচ্ছেমতো' তৈরি বলে বারংবার অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানবাধিকার কমিশন বিজেপি দ্বারা চালিত বলেও অভিযোগ করেন তিনি। এমনকী এই মামলায় হলফনামা দিয়ে রাজ্য সরকার দাবি করে, জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে রাজ্যের শাসকদল শুধুমাত্র ভোট-পরবর্তী হিংসার ঘটনা ঘটিয়েছে বলে যে উল্লেখ করা হয়েছে এর কোনও ভিত্তি নেই। যে সমস্ত আক্রান্তরা বিজেপির সদস্য বা সেই দলের সঙ্গে যুক্ত, শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তির বাড়িতেই গিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন নিযুক্ত কমিটির সদস্যরা। অন্যান্য দলেরও যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের সঙ্গে দেখা করেননি। এই কমিটি সম্পূর্ণ ভাবে বিজেপির এজেন্ট হিসেবে কাজ করেছে। একইসঙ্গে ভোট পরবর্তী হিংসার শতাধিক অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ নিয়েছে পুলিশ। সেই সব উদাহরণ তুলে দেখিয়ে রাজ্য আদালতে দাবি করে, মানবাধিকার কমিশন রিপোর্টে যে সমস্ত তথ্য দিয়েছে তাতে বিস্তর গলদ রয়েছে। সেই সমস্ত সওয়াল জবাব অবশেষে শেষ হয়েছে। এবার রায়দানের পালা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Post Poll Violence: ফের CBI চাপে শাসক নেত্রী-মন্ত্রীরা? লক্ষ্মীবারে ভোট পরবর্তী হিংসা মামলার রায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement