Calcutta High Court: ৬ ভুল প্রশ্নে মিলবে সম্পূর্ণ নম্বর, ২০১৪-র টেট নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

Last Updated:

Calcutta High Court: ২০১৪ সালে টেট ৬ প্রশ্ন ভুল মামলার রায় ঘোষণা করল বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চ।

কলকাতা: ২০১৪ সালের টেট পরীক্ষায় ৬ ভুল প্রশ্ন মামলায় বড় রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। টেটের ওই পরীক্ষায় ৬ ভুল প্রশ্নে যদি পরীক্ষার্থীরা উত্তর দেওয়ার চেষ্টা করেন, তাহলে পরীক্ষার্থীরা সম্পূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ২০১৮ সালে এই মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল, শুধুমাত্র মামলাকারীরাই ৬ ভুল প্রশ্নে সম্পূর্ণ নম্বর পাবেন। কিন্তু এদিন ডিভিশন বেঞ্চের নির্দেশে এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করা সমস্ত টেট পরীক্ষার্থীই সম্পূর্ম উত্তর পাবেন।
এদিন ২০১৪ সালে টেট ৬ প্রশ্ন ভুল মামলার রায় ঘোষণা করল বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চের। প্রসঙ্গত, ২০১৪ সালের টেট পরীক্ষা ২০১৫ সালে হয়। পরীক্ষার জন্য আবেদন করেন ২২ লক্ষ। পরীক্ষায় বসেন ১২ লক্ষ। টেট উত্তীর্ণ হন ১.২৫ লক্ষ।
advertisement
এদের মধ্যে ১০-১২ টি প্রশ্ন চ্যালেঞ্জ করে মামলা করেন প্রতিভা মণ্ডল সহ অনেক পরীক্ষার্থী। ২০১৮ সালের অক্টোবরে ওই মামলায় ৬ প্রশ্ন ভুল রায় দেয় বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। শুধুমাত্র, মামলাকারীরাই ৬ প্রশ্ন ভুলে নম্বর পাবে রায় দেয় সিঙ্গেল বেঞ্চ। ৬ প্রশ্ন ভুলে নম্বর কেন সকল পরীক্ষার্থী পাবেন না, এই নিয়ে মামলা যায় ডিভিশন বেঞ্চে।
advertisement
সেই মামলাতেই ডিভিশন বেঞ্চ প্রত্যেক পরীক্ষার্থীকে ৬ প্রশ্ন ভুলে সম্পূর্ণ নম্বর দেওয়ার নির্দেশ দেয়। বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চ এদিন এই নির্দেশ দেন। এর জেরে টেট ২০১৪ রেজাল্ট আমূল বদলে যাওয়ার সম্ভাবনা। প্রাথমিক শিক্ষা পর্ষদ সচিবকে আদালতের নির্দেশ, সকল পরীক্ষার্থীকে ৬ প্রশ্ন ভুলে সম্পূর্ণ নম্বর দিয়ে পদক্ষেপ করতে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Calcutta High Court: ৬ ভুল প্রশ্নে মিলবে সম্পূর্ণ নম্বর, ২০১৪-র টেট নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement