Calcutta High Court: সুন্দরবনে বাঘের থাবা, ক্ষতিগ্রস্তদের নিয়ে রাজ্যের রিপোর্ট চাইল হাইকোর্ট

Last Updated:

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, বাঘের হানায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য রাজ্য সরকারের ক্ষতিপূরণের ব্যবস্থা আছে। তবে সুন্দরবন অঞ্চলে বাফার জোন আছে বন আইন অনুযায়ী।

বৃদ্ধের দুর্দশায় হতবাক হাইকোর্টের বিচারপতিও৷
বৃদ্ধের দুর্দশায় হতবাক হাইকোর্টের বিচারপতিও৷
অর্ণব হাজরা, কলকাতা: সুন্দরবনের বাঘের হানায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলি নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। সোমবার রিপোর্ট তলব করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।
বাদাবনে বাঘের হানা নতুন কিছু নয়। তবে বাঘের বারবার লোকালয়ে চলে আসা এখন রয়্যাল রহস্য। পৃথিবীর বৃহত্তর ব-দ্বীপে বাঘের হানায় মৃত বা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। মামলা দায়ের করে দক্ষিণবঙ্গ বঙ্গ মৎস্যজীবী সমিতি।
advertisement
advertisement
মামলাকারীদের পক্ষ থেকে আইনজীবী অভিষেক সিকদারের আদালতের কাছে যুক্তি,  ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে জীবিকার তাগিদে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহের জন্য জঙ্গলের ভেতরে যেতে হয়। সেখানেই তারা বাঘের হানায় প্রাণ হারান বা আহত হন। ২০১৬ সালের বন্য আইনের বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট কোনও নির্দেশিকা নেই বাঘে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতার বিষয়টি।
উপযুক্ত আর্থিক পরিকল্পনার অভাবে  তাই পরিবার গুলি কার্যস্ত বিপর্যস্ত। আবেদনকারীর আবেদন তাই, আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করে ওই পরিবারগুলোর জন্য কিছু ব্যবস্থাপনা করে দিক।
advertisement
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, বাঘের হানায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য রাজ্য সরকারের ক্ষতিপূরণের ব্যবস্থা আছে। তবে সুন্দরবন অঞ্চলে বাফার জোন আছে বন আইন অনুযায়ী। বেশিরভাগ ক্ষেত্রেই নিষেধ থাকা সত্ত্বেও দেখা যায় বাফার জোন অতিক্রম করার ফলে তারা বাঘের আক্রমণের কবলে পড়েন। সেক্ষেত্রে সরকার নিরুপায়।
advertisement
সোমবার আদালতের নির্দেশ, ক) বাঘের হানায় কত পরিবার এখনও পর্যন্ত  ক্ষতিগ্রস্ত, কতজনের মৃত্যু হয়েছে, কতজন অক্ষম হয়ে গেছে এবং কত পরিবার ক্ষতিগ্রস্ত। খ) রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত কত পরিবারকে আর্থিক সহায়তা করেছে। কত পরিবারকে করা যায়নি। কেন করা যায়নি। গ) ক্ষতিপূরণ ও এই পরিবারগুলির জীবিকা নিয়ে রাজ্যের কী পরিকল্পনা আছে তা চার সপ্তাহের মধ্যে রাজ্যকে হাইকোর্টে রিপোর্ট  দিয়ে জানাতে  হবে।
advertisement
সম্প্রতি একাধিকবার লোকালয়ে বাঘে ঢুকে পরার ঘটনা দেখা গেছে। বাঘের হানায় ক্ষতিগ্রস্তদের প্যাকেজ নিয়ে রাজ্য রিপোর্টে কী জানায় এখন সেই দিকেই তাকিয়ে সুন্দরবনের মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Calcutta High Court: সুন্দরবনে বাঘের থাবা, ক্ষতিগ্রস্তদের নিয়ে রাজ্যের রিপোর্ট চাইল হাইকোর্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement