Calcutta high court on Mandarmani: মন্দারমণির হোটেল, রিসর্ট কি ভাঙা পড়বে? বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
জাতীয় পরিবেশ আদালতের নির্দেশকে কার্যকর করতে গত ১১ নভেম্বর মন্দারমণির প্রায় দেড়শো হোটেল এবং রিসর্ট ভেঙে ফেলার বিজ্ঞপ্তি জারি করেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক৷
কলকাতা: মন্দারমণি হোটেল ভাঙা জেলাশাসকের বিজ্ঞপ্তির উপরে অন্তর্বতী স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি সিনহার নির্দেশ, মন্দারমণিতে এখনই কোনও হোটেল ভাঙা যাবে না৷ ১০ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।
কলকাতা হাইকোর্টে মামলা নিষ্পত্তি না হওয়া অবধি রাজ্য মন্দারমণির হোটেল ভাঙা নিয়ে কোনও ব্যবস্থা গ্রহণ করবে না প্রশাসনও। বিচারপতি অমৃতা সিনহাকে মামলা চলাকালীন জানালেন রাজ্যের আইনজীবী। জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আইনজীবি অবশ্য দাবি করেন, পরিবেশ দফতরের অনুমোদন ছাড়াই হোটেলগুলি চলছে।
আরও পড়ুন: ‘কেন আমাকে জানানো হয়নি? দুর্ভাগ্য’, জেল থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা! ঘটে গেল বড় অঘটন
advertisement
advertisement
বিচারপতি সিনহা জানতে চান, উপযুক্ত অনুমোদন নিয়ে হোটেলগুলি তৈরি হয়েছিল কি না? জবাবে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই ১৪৮টি হোটেল তৈরি হয়েছিল৷ মামলার পরবর্তী শুনানি আগামী ১০ ডিসেম্বর৷
জাতীয় পরিবেশ আদালতের নির্দেশকে কার্যকর করতে গত ১১ নভেম্বর মন্দারমণির প্রায় দেড়শো হোটেল এবং রিসর্ট ভেঙে ফেলার বিজ্ঞপ্তি জারি করেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক৷ যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই নির্দেশ দিয়েছিলেন, এখনই মন্দারমণির কোনও হোটেল এবং রিসর্টের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা নেবে না জেলা প্রশাসন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2024 2:16 PM IST