Narada Scam Updates: চার নেতাকে গৃহবন্দি করার নির্দেশ হাইকোর্টের, বৃহত্তর বেঞ্চে গেল জামিনের মামলা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গৃহবন্দি করার এই নির্দেশের বিরোধিতা করেছেন অভিযুক্তদের পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি৷
#কলকাতা: নারদ কাণ্ডে ধৃত চার নেতাকেই আপাতত গৃহবন্দি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ একই সঙ্গে মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠানোর নির্দেশি দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ তবে গৃহবন্দি করার এই নির্দেশের বিরোধিতা করেছেন অভিযুক্তদের পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি৷ একই ভাবে গৃহবন্দি করার নির্দেশের উপরে স্থগিতাদেশ চেয়েছেন সিবিআই-এর পক্ষে সওয়াল করা তুষার মেহতা৷
গত সোমবার নারদ কাণ্ডে গ্রেফতার হওয়ার দিনই সিবিআই-এর বিশেষ আদালতে জামিন পান ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্য়ায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্য়ায়৷ কিন্তু ওই দিন রাতেই সেই নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট৷ স্থগিতাদেশ প্রত্য়াহার করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন চার নেতা৷
এ দিন ধৃত চার নেতার জামিনের আবেদনের শুনানিতে দুই বিচারপতির মধ্য়ে মতানৈক্য় হয়৷ কারণ, দুই বিচারপতির অন্য়তম অরিজিৎ বন্দ্যোপাধ্য়ায় চার নেতাকে অন্তর্বর্তী জামিনের নির্দেশ দেন৷ কিন্তু এই নির্দেশের বিরোধিতা করেন তিনি৷ বরং চার নেতাকে গৃহবন্দি করে রাখার পক্ষে মত দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি৷ এর পরই মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠানোর পক্ষে মত দেন দুই বিচারপতি৷ এর ফলে মোট তিন থেকে পাঁচ বিচারপতিকে নিয়ে গঠিত হবে বৃহত্তর বেঞ্চ৷ সেই বেঞ্চের নির্দেশের উপরে নির্ভর করছে চার নেতার জামিন ভাগ্য়৷ ততদিন পর্যন্ত গৃহবন্দি হয়ে থাকতে হবে চার নেতাকে৷
advertisement
advertisement
তবে চার নেতার হয়ে অভিষেক মনু সিংভি বলেন, গৃহবন্দি করা আর জেলে বন্দি থাকার মধ্য়ে কোনও পার্থক্য নেই৷ একই সঙ্গে এই গৃহবন্দি থাকার নির্দেশের বিরোধিতা করেন সিবিআই-এর পক্ষে সওয়াল করা তুষার মেহতাও৷ যদিও নিজেদের মতে অনড় থাকেন দুই বিচারপতি৷
এর পরেই অভিযুক্তদের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, যত দ্রুত সম্ভব যাতে বৃহত্তর বেঞ্চ গঠন করে শুনানি শুরু হয়৷ প্রয়োজনে শনিবার এবং রবিবার ছুটির দিনেও শুনানির দাবি জানান তিনি৷ তিনি উদাহরণ দিয়ে বলেন, নিম্ন আদালত জামিন দেওয়ার পরও গত ১৭ মে যে তৎপরতার সঙ্গে রাতেই সিবিআই-এর আবেদনের ভিত্তিতে নিম্ন আদালতের উপরে স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট, সেই একই তৎপরতা দেখিয়ে বেলা দুটোর মধ্যে বৃহত্তর বেঞ্চ গঠন করার হোক৷ কার্যত সেই দাবি মেনে নিয়েই কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়, এ দিন বেলা দুটো থেকেই বৃহত্তর বেঞ্চ গঠন করে শুনানি শুরু হবে৷
advertisement
এর পাশাপাশি অভিযুক্তদের পক্ষে আরও যুক্তি দেওয়া হয়, করোনা পরিস্থিতিতে কোনও কাজই করতে পারছেন না সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিমদের মতো মন্ত্রীরা৷ ফলে, তাঁরা যাতে অন্তত সেই সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন, সেই অনুমতি দিক আদালত৷ জানা গিয়েছে, গৃহবন্দি থাকাকালীন চার নেতাকে ভার্চুয়ালি প্রশাসনিক কাজ করার অনুমতি দিয়েছে আদালত৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 21, 2021 12:21 PM IST