Panchayat election 2023: কোন সাত জেলায় এখনই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের,দেখুন তালিকা
- Reported by:ARUP DUTTA
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, আদালতের নির্দেশের কপি হাতে না পেলে এ বিষয়ে কোনও মন্তব্যই করবে না তারা৷
কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্যের একাধিক জেলায় অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ এ দিন পঞ্চায়েত মামলার রায় দিতে গিয়ে এই নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ কিন্তু কোন জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী অবিলম্বে মোতায়েন করা হবে, তা নিয়ে কিছুটা বিভ্রান্তি ছড়িয়েছে৷ কারণ এ দিন আদালতের রায়ের পর নির্বাচন কমিশন দাবি করেছে, স্পর্শকাতর কোন জেলার তালিকা তারা আদালতে জমা দেয়নি৷ আবার ভরা এজলাসে এ দিন রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ গঙ্গোপাধ্যায় জানান, স্পর্শকাতর জেলার সংখ্যা সাত৷
কোন সাত জেলায় কেন্দ্রীয় বাহিনী?
কমিশন সূত্রের খবর অনুযায়ী, স্পর্শকাতর এই সাতটি জেলা হল পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর চব্বিশ পরগণা, দক্ষিণ চব্বিশ পরগণা, হুগলি এবং জলপাইগুড়ি৷ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, কমিশন কেন্দ্রীয় বাহিনী চেয়ে রাজ্য সরকারের কাছে সুপারিশ করবে৷ সেই অনুযায়ী বাহিনী পাঠাবে কেন্দ্রীয় সরকার৷
advertisement
advertisement
এ দিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশিকায় উল্লেখ করেছে, ‘আমাদের মতে, অবাধ এবং স্বচ্ছ নির্বাচন করার লক্ষ্যে রাজ্য পুলিশের সঙ্গে একযোগে কাজ করার জন্য নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠাতে হবে৷ এই সংক্রান্ত যথাযথ সিদ্ধান্ত নিতে রাজ্যের জমা দেওয়া পরিকল্পনা কমিশন খতিয়ে দেখবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷’
advertisement
বাকি জেলায় নিরাপত্তার কী নির্দেশ?
হাইকোর্ট এ দিনের রায়ে আরও নির্দেশ দিয়েছে, স্পর্শকাতর বাদে অন্যান্য জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেখানেও কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন কি না, তা ঠিক করবে রাজ্য নির্বাচন কমিশন৷
advertisement
রাজ্য সরকারের পক্ষ থেকে অবশ্য এ দিন হাইকোর্টকে জানানো হয়, পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তার জন্য অন্যান্য রাজ্য থেকে ১৫ ব্যাটেলিয়ন পুলিশকর্মী চাওয়া হয়েছে৷
তবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিলেও মনোনয়ন পর্বের সময়সীমা বৃদ্ধি করেনি হাইকোর্ট৷ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার রাজ্য নির্বাচন কমিশনের উপরেই ছেড়েছে আদালত৷ হাইকোর্টের নির্দেশের পরই এ দিন বিকেলে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে যান রাজ্যের স্বরাষ্ট্র সচিব৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 13, 2023 7:05 PM IST










