SSC-কে শিক্ষকপদে নিয়োগ প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের

Last Updated:
#কলকাতা: নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে স্কুল সার্ভিস কমিশনকে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ এসএসসি আপার প্রাইমারি মামলায় এমনই নির্দেশ আদালতের ৷ ১০ জুলাইয়ের মধ্যে কমিশনকে প্রকাশ করতে হবে নিযুক্ত প্রার্থীদের সম্পূর্ণ তালিকা ৷
সম্পূর্ণ উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ ৷ শূন্যপদ ২৪,৫৬৪টি ৷আর পাঁচ দিনের মধ্যে এতজন নিয়োগ প্রার্থীর তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে ৷ এসএসসি রুল মেনে তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ৷ সেই অনুযায়ী ২৪,৫৬৪ জন নিয়োগ প্রার্থীদের নাম, টেটের নম্বর উল্লেখ করে তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে ৷
২০১৫ সালের অগাস্ট মাসে পরীক্ষার পর ১৬ সালে বেরোয় আপার প্রাইমারির রেজাল্ট । এরপর ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সফল প্রার্থীদের ডাকার প্রক্রিয়া শুরু হয় । পরীক্ষায় যারা পাশ করেন তাঁদের মধ্যে ১ লাখ ২০ হাজার জন প্রশিক্ষিত এবং এক লাখের বেশি ছিলেন প্রশিক্ষণহীন চাকরিপ্রার্থীদের । ২০১৬ সালের ২০সেপ্টেম্বর নিয়োগে স্বচ্ছতা রাখতে এসএসসি রুল জারি হয় ৷ কিন্তু তারপরও আদালতে শিক্ষক নিয়োগ নিয়ে একের পর এক মামলা দায়ের ৷ কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ৷ এসএসসিকে স্বচ্ছতা প্রমাণে সুযোগ দিতে চায় আদালত ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC-কে শিক্ষকপদে নিয়োগ প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement