সিআরপিএফ জওয়ানের মৃত্যুর ৫ বছর পর রহস্যভেদে সিবিআই, তদন্তের নির্দেশ হাইকোর্টের

Last Updated:

২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশে প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে গাছে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয় সিআরপিএফ জওয়ানের।

#কলকাতা: সিআরপিএফ জওয়ানের মৃত্যু-রহস্য ভেদে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। সুবিচারের আশায় ৫ বছর আদালতে কড়া নাড়ার পর বুধবার মিললো হাইকোর্টের নির্দেশ। হুগলির পরিবার অবশেষে দেখতে পেল আশার আলো। আদালতের এই "নির্দেশ" খড়কুটোকে সঙ্গী করেই বাকি লড়াইয়ের রসদ খুঁজছে ত্রিবেনীর পরিবার।
সিআরপিএফ জওয়ানের মৃত্যু-রহস্য ভেদ করতে  প্রাথমিকভাবে সিবিআইকে ৬ মাসের সময় নির্দিষ্ট করে দিয়েছে আদালত৷ হুগলির ত্রিবেণীর, সুমন রায় এসএসসি পূর্বাঞ্চল মণ্ডলে পরীক্ষা দিয়ে চাকরি পায় সিআরপিএফ কনস্টেবল পদে। ইটাচুনা বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের সাম্মানিক স্নাতক ছিল সুমন। সিআরপিএফে চাকরি পাওয়ার পর তাঁর প্রথম পোস্টিং হয় দুর্গাপুরে। সেখান থেকে প্রশিক্ষণের জন্য সুমনকে পাঠানো হয় মধ্যপ্রদেশের নিমাচে। প্রশিক্ষণ চলাকালীন ত্রিবেনীর বাড়িতে সুমনের অস্বাভাবিক মৃত্যুর ফোন আসে।
advertisement
মা জ্যোৎস্না রায়ের দাবি, তাঁর ছেলে কখনই আত্মহত্যা করতে পারে না। ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশে প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরে গাছে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয় সিআরপিএফ জওয়ানের। নিরপেক্ষ তদন্ত চেয়ে বিভিন্ন জায়গায় দরবার করে সুমন-এর পরিবার।
advertisement
কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্ত চেয়ে মামলা করে মা জ্যোৎস্না রায়। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে খালি হাতেই ফিরতে হয় জ্যোৎস্না দেবীকে। ডিভিশন বেঞ্চে আপিল মামলা করে সিআরপিএফ জওয়ানের  পরিবার। সেই মামলায় বুধবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি কৌশিক চন্দে'র ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয়।
advertisement
ছয় মাসের মধ্যে জওয়ানের অস্বাভাবিক মৃত্যুর  প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ করার নির্দেশও দেওয়া হয়েছে সিবিআই-কে। সুমন রায়ের পরিবারের অভিযোগ,  প্রশিক্ষণের নামে মানসিক নির্যাতন চালানো হতো সুমনের ওপর। সেই মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে হয়তো আত্মহননের পথ বেছে নিয়েছে সুমন। পরিবারের এই অভিযোগের উত্তর কি খুঁজে দিতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? আপাতত সেদিকেই তাকিয়ে হতভাগ্য মা, জ্যোৎস্না রায়।
advertisement
Arnab Hazra
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সিআরপিএফ জওয়ানের মৃত্যুর ৫ বছর পর রহস্যভেদে সিবিআই, তদন্তের নির্দেশ হাইকোর্টের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement