Calcutta High Court on Family Pension: বাবার মৃত্যুর পর ডিভোর্স হলে পেনশনের ভাগ পাবেন না মেয়ে! নির্দেশ কলকাতা হাইকোর্টের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কেন্দ্রীয় সরকার পেনশনের আবেদন খারিজ করে দিলেও বিবাহবিচ্ছিন্না একা মহিলাকে বাবার পেনশনের ভাগ দেওয়ার নির্দেশ দিয়েছিল ক্যাট৷
বাবার মৃত্যুর পর যদি ডিভোর্স হয়, সেক্ষেত্রে বাপের বাড়ির পারিবারিক পেনশনের কোনও ভাগ পাবেন না মেয়ে৷ সোমবার একটি মামলার রায় দিতে গিয়ে এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে৷
নির্দেশ দিতে গিয়ে বিচারপতিরা বলেন, বাবার মৃত্যুর সময় মেয়ে যদি তাঁর উপরে নির্ভরশীল হন, তাহলে তিনি বাবার পেনশন পেতেই পারেন৷ কিন্তু যদি বাবার মৃত্যুর সময় মেয়ে স্বামীর উপরে নির্ভরশীল থাকেন তাহলে কোনও ভাবেই বাবার পেনশন মেয়ে পাবেন না৷ এমন কি, মেয়ে যদি বাবার মত্যুর পর বাপের বাড়িতে ফিরেও আসেন, সেক্ষেত্রেও পেনশনের কোনও ভাগ পাওয়ার অধিকারী তিনি হবেন না৷
advertisement
সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (ক্যাট)-এর নির্দেশ খারিজ করে দিয়ে এই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ কেন্দ্রীয় সরকার পেনশনের আবেদন খারিজ করে দিলেও বিবাহবিচ্ছিন্না এক মহিলাকে বাবার পেনশনের ভাগ দেওয়ার নির্দেশ দিয়েছিল ক্যাট৷
advertisement
আবেদনকারী মহিলার বাবা ১৯৯৬ সালে কেন্দ্রীয় সরকারের চাকরি থেকে অবসরগ্রহণ করেন৷ ২০০৩ সালে মৃত্যু হয় তাঁর৷ সেই সময় বিবাহিত হলেও বাবার পেনশনের ভাগ করেছিলেন তিনি৷ এর পর ২০১৬ সালে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আর্থিক সমস্যার কারণে ফের বাবার পেনশনের ভাগ চেয়ে আবেদন জানান তিনি৷ মহিলার আর্জি মেনে নিয়ে ক্যাট কেন্দ্রীয় সরকরাকে ওই মহিলাকে পেনশন দেওয়ার নির্দেশ দেয় ৷
advertisement
ক্যাট-এর এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করে কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রের আইনজীবী আদালতে যুক্তি দেন, যেহেতু বাবার মৃত্যুর সময় ওই মহিলা বিবাহিতই ছিলেন এবং বাবার পেনশনের উপরে নির্ভরশীল ছিলেন না৷ ফলে এখন তিনি আচমকা পেনশন দাবি করতে পারেন না৷ তিনি আরও দাবি করেন, শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীদের পরিবারে যাঁরা নির্ভরশীল, তাঁরাই পেনশনের ভাগ পাওয়ার অধিকারী৷
advertisement
মহিলার আইনজীবীর আবার পাল্টা যুক্তি দেন, তাঁর মক্কেলের বর্তমান আর্থিক অবস্থা খুবই সঙ্গীন, ফলে মেয়ে হিসেবে বাবার পেনশন তিনি দাবি করতেই পারেন৷
রায় দিতে গিয়ে পর্যবেক্ষণে হাইকোর্ট জানায়, বাবার মৃত্যুর সময় আবেদনকারী মহিলা বিবাহবিচ্ছিন্না ছিলেন না৷ এমন কি, ডিভোর্সের মামলাও সেসময় দায়ের হয়নি৷ ফলে ওই মহিলা বাবার পেনশন পাওয়ার অধিকারী নন৷
advertisement
২০১৩ সালে একটি নির্দেশে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, বাবা-মা দু জনের মৃত্যুর পর ডিভোর্স হলে মেয়ে পেনশনের ভাগ পাবেন না৷ ২০১৭ সালের একটি নির্দেশে ক্যাট জানায়, বাবা অথবা মা জীবিত থাকাকালীন যদি মেয়ের ডিভোর্স মামলা শুরু হয়, তাহলে মেয়ে পারিবারিক পেনশন পাবেন৷ কিন্তু সেক্ষেত্রে মেয়ের উপার্জন পেনশনের অঙ্কের থেকে কম হতে হবে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2025 4:45 PM IST

