Upper Primary Teachers Recruitment: '৭ দিনের মধ্যে নম্বর সহ মেধা তালিকা প্রকাশ', শিক্ষক নিয়োগে জট খুলল আদালত
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Upper Primary Teachers Recruitment: মামলার শুনানির শুরুতেই স্কুল সার্ভিস কমিশনকে অপদার্থ বলে সমালোচনা করেন বিচারপতি। তিনি বলেন, 'স্কুল সার্ভিস কমিশন একটি অপদার্থ সংস্থা। কোন আধিকারিকরা এই কমিশন চালাচ্ছেন? এই কমিশনকে অবিলম্বে খারিজ করে দেওয়া উচিত।'
#কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের প্রবল সমালোচনা করেও শিক্ষক নিয়োগের জট ছাড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট। জানিয়ে দিল, আগামী সাত দিনের মধ্যে নম্বর সহ মেধাতালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তাহলেই নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে স্থগিতাদেশ তুলে দেওয়া হবে। শুধু তাই নয়, মেধাতালিকায় যাঁদের নাম নেই, তাঁদের নাম নম্বর প্রকাশ করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এদিন মামলার শুনানির শুরুতেই স্কুল সার্ভিস কমিশনকে অপদার্থ বলে সমালোচনা করেন বিচারপতি। তিনি বলেন, 'স্কুল সার্ভিস কমিশন একটি অপদার্থ সংস্থা। কোন আধিকারিকরা এই কমিশন চালাচ্ছেন? এই কমিশনকে অবিলম্বে খারিজ করে দেওয়া উচিত।' বিচারপতির প্রশ্ন তোলেন, '২০১৯-এর অক্টোবরে শিক্ষক নিয়োগ নিয়ে যে নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফে দেওয়া হয়েছিল, তা মানা হয়নি কেন? নির্দেশ মেনে ইন্টারভিউ লিস্টও প্রকাশ হয়নি কেন?'
advertisement
বিচারপতির পর্যবেক্ষণ, '৫ বছরে কমিশন শিক্ষক নিয়োগ করতে পারেনি! এই কমিশনকে বরখাস্ত করে দেওয়া উচিত।' এদিনই উচ্চ প্রাথমিক নিয়োগ মামলায় SSC চেয়ারম্যানকে তলব করেছিলেন বিচারপতি। তাঁর উপস্থিতিতেই এদিন সাত দিনের মধ্যে নম্বর সহ মেধাতালিকা প্রকাশের নির্দেশ দেন তিনি। তাহলেই শিক্ষক নিয়োগের উপর থেকে স্থগিতাদেশ তুলে দেওয়া হবে।
advertisement
প্রসঙ্গত, উচ্চপ্রাথমিকের ১৪৩৩৯ পদে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ তালিকা প্রকাশ করে রাজ্য সরকার। আর সেই ইন্টারভিউ তালিকাকে চ্যালেঞ্জ করেই ফের মামলা হয় হাইকোর্টে। মামলাকারীদের অভিযোগ ছিল, স্কুল সার্ভিস কমিশনের নিয়ম ভেঙে প্রকাশিত হয়েছে ইন্টারভিউ তালিকা। ইন্টারভিউয়ের যে তালিকা তৈরি হয়েছে, তা বেনিয়মে ভরা। ন্যূনতম কত নম্বর পেলে ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে, তারও কোনও উল্লেখ করা নেই সাইটে। অনেক পরীক্ষার্থীই বেশি নম্বর পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি। এরই প্রেক্ষিতে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ জারি করেছিল আদালত। এরপর আজ স্কুল সার্ভিস কমিশনকে ভর্ৎসনা করে সাত দিনের মধ্যে নম্বর সহ মেধাতালিকা প্রকাশ করতে বলল আদালত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 02, 2021 4:19 PM IST