Calcutta High Court: বাম আমলের নিয়োগ জটিলতার অবসান, কলকাতা হাইকোর্টের বড় রায়! এবার নিয়োগ করা যাবে গ্রুপ ডি কর্মী
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Calcutta High Court: বুধবার বিচারপতি পার্থসারথি সেনের রায়, নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে মাদ্রাসা সার্ভিস কমিশন।
কলকাতা: বাম আমলের নিয়োগ জটিলতার অবসান। ১৫ বছর পরে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। ২১ দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ আদালতের। বুধবার বিচারপতি পার্থসারথি সেনের রায়, নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে মাদ্রাসা সার্ভিস কমিশন। ২১ দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করে নিয়োগ করতে হবে।
advertisement
দীর্ঘ দিন পরে আদালতের এই রায়ের ফলে ২৯২টি শূন্যপদ পূরণে জট কাটল। ২০১০ সালে বাম আমলে মাদ্রাসা স্কুলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। পরের বছর পরীক্ষা নেওয়া হয়। অনেক চাকরিপ্রার্থী পরীক্ষা নিয়ে প্রশ্ন তোলায় আবার পরীক্ষা নেয় ওই কমিশন।
advertisement
advertisement
আরও পড়ুন: বেকসুর খালাস হয়ে যাবে আরজি কর ধ*র্ষণ কাণ্ডের আসামি সঞ্জয়? হাইকোর্টে বড় চমক! কী ঘটল জানেন?
পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে একাধিক মামলা দায়ের হয়। মামলাগুলির জটে এত দিন ফলপ্রকাশ হয়নি। বুধবার হাইকোর্ট জানায়, ২০১০ সালের নিয়োগ বিধি মেনে নিয়োগপ্রক্রিয়া শুরু করবে মাদ্রাসা কমিশন। ২১ দিনের মধ্যে তাদের ফলপ্রকাশ করতে হবে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 16, 2025 1:14 PM IST