Calcutta High Court: আদালত অবমাননার অভিযোগ, হাইকোর্টের এজলাস থেকেই আইনজীবীকে জেলে পাঠালেন বিচারপতি!

Last Updated:

অভিযুক্ত ওই আইনজীবীর নাম অরুণাংশু চক্রবর্তী৷ এ দিন তাঁকে দোষী সাব্যস্ত করে চার দিনের জন্য জেলে পাঠানোর নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ৷

কলকাতা হাইকোর্টের ফাইল ছবি৷
কলকাতা হাইকোর্টের ফাইল ছবি৷
বিচারব্যবস্থা এবং বিচারপতিদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জের৷ আইনজীবীকে দোষী সাব্যস্ত করে এজলাস থেকেই জেলে পাঠানোর নির্দেশ দিলেন বিচারপতি৷ শুক্রবার এমনই ঘটনার সাক্ষী থাকল কলকাতা হাইকোর্ট৷
জানা গিয়েছে, অভিযুক্ত ওই আইনজীবীর নাম অরুণাংশু চক্রবর্তী৷ এ দিন তাঁকে দোষী সাব্যস্ত করে চার দিনের জন্য জেলে পাঠানোর নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ৷
জানা গিয়েছে, ২০২২ সাল থেকে আদালত অবমাননার অভিযোগে আইনজীবী অরুণাংশু চক্রবর্তীর বিরুদ্ধে এই মামলা চলছিল৷ ওই আইনজীবী নিজেই নিজের হয়ে সওয়াল করেন৷ অন্যদিকে রাজ্যের হয়ে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত৷ শেষ পর্যন্ত এ দিন ১৯৭১ সালের কনটেম্পট অফ কোর্ট আইনের ১৪ নম্বর ধারায় ওই আইনজীবীকে দোষী সাব্যস্ত করে চারদিনের জন্য জেলে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি কৌশিক চন্দ৷ শেরিফকে ডেকে ওই আইনজীবীকে জেলে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি৷
advertisement
advertisement
এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করতে পারেন ওই আইনজীবী৷ কিন্তু আগামিকাল এবং রবিবার আদালত বন্ধ৷ ফলে ওই আইনজীবী এই রায়কে চ্যালেঞ্জ করে আবেদন করলে বিশেষ শুনানির ব্যবস্থা হয় কি না, সেটাই দেখার৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Calcutta High Court: আদালত অবমাননার অভিযোগ, হাইকোর্টের এজলাস থেকেই আইনজীবীকে জেলে পাঠালেন বিচারপতি!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement