Stray Dog: পথ কুকুরদের জন্য হোটেল! 'দিন বদলের' গাইডলাইন রাজ্যের
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Stray Dog: পথ কুকুরদের জন্য হোটেল। হাইকোর্টের নির্দেশে রাজ্যের নগরোন্নয়ন দফতর পথ কুকুরদের হোটেলের জন্য একটি গাইডলাইন প্রকাশ করেছে। গাইডলাইন অনুযায়ী সব পুরসভায় হচ্ছে পথ কুকুরদের হোটেল।
Calcutta High Court : এবার পথ কুকুরদের জন্য হোটেল। হাইকোর্টের নির্দেশে রাজ্যের নগরোন্নয়ন দফতর পথ কুকুরদের হোটেলের জন্য একটি গাইডলাইন প্রকাশ করেছে। গাইডলাইন অনুযায়ী সব পুরসভায় হচ্ছে পথ কুকুরদের হোটেল। অর্থাৎ পুরসভা পথ কুকুরদের খাওয়ার নির্দিষ্ট জায়গা করে দেবে। সেখানে রোজ ভোর ৫টা থেকে সকাল ৭টা এবং সন্ধে ৭টা থেকে রাত ৯টা পথ কুকুরদের খাবার দেওয়া যাবে। কুকুরদের খাবার দেওয়া, যত্ন নেওয়ার সময় বাধা দেওয়া যাবে না। তবে যা খুশি তাই খাবার খাওয়ানো যাবে না। কুকুরদের কেমন খাবার দেওয়া হবে, তারও তালিকা প্রস্তুত গাইডলাইনে। চকোলেট, কফি, দুগ্ধজাত, মিষ্টিজাতীয়, পিয়াজ-রসুন দেওয়া খাবার দেওয়া যাবেনা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 27, 2024 10:48 PM IST