Calcutta High Court: ভিক্টোরিয়া হাউসের সামনে সভার আর্জি! বিজেপির পর এবার হাইকোর্টে আইএসএফ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
Calcutta High Court: বিজেপির পর ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ। আগামী ২১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে সেখানে কর্মসূচি করতে চায় তারা।
কলকাতা: বিজেপির পর ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ। আগামী ২১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে সেখানে কর্মসূচি করতে চায় তারা। যদিও এই সভার জন্য এখনও অনুমতি দেয়নি পুলিশ। এরপরেই আদালতের দরজায় আইএসএফ। আজ মঙ্গলবার মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। বুধবারই মামলার শুনানির সম্ভাবনা।
ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের করা এই মামলায় বিচারপতি সেনগুপ্তর প্রশ্ন, “ওই জায়গায় কি সভা করার অনুমতি দেওয়া হয়?’ উত্তরে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, “ওই জায়গায় তৃণমূল সভা করে।” উত্তর শুনে বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, “ঠিক আছে মামলা ফাইল করুন।”
advertisement
advertisement
প্রসঙ্গত, একুশে জুলাই তৃণমূলের সভা মানেই একটাই ছবি। ভিক্টোরিয়া হাউসের সামনে বিরাট মঞ্চ। সেখান থেকে বক্তৃতা দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের মাথায় ছেয়ে যায় পার্ক স্ট্রিট ফ্লাইওভার থেকে আশপাশের সমস্ত রাস্তা। ঠিক ওই জায়গাতেই এবার সভা করার জন্য বিজেপির পর এবার দাবি জানিয়েছে আইএসএফ। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভিক্টরিয়া হাউসের সামনে সভার আবেদন তাদের। যদিও ওইসভার জন্য পুলিশকে জানানো হলেও অনুমতি পাওয়া যায়নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2024 11:26 AM IST