Calcutta High Court: 'বৈঠকে বসুন সমাধান বের করুন', পুজোর ছুটির পরই রিপোর্ট পেশের নির্দেশ মুখ্যসচিবকে! কোন মামলায় এই নির্দেশ আদালতের?
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Calcutta High Court: ২৭ অক্টোবর এই বিষয় আদালতে রিপোর্ট জমা দেবেন রাজ্যের মুখ্যসচিব।
কলকাতা: রাজ্যের আদালতগুলির অর্থাভাব এবং পরিকাঠামোর উন্নয়ন নিয়ে রাজ্যের অর্থ সচিব, বিচারবিভাগীয় সচিব এবং হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বৈঠকে বসে সমস্যা সমাধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
বুধবার বিচারপতি বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী ১৫ অক্টোবর কলকাতা হাইকোর্টে এই বৈঠক করতে হবে। যদি সেদিন সব বিষয়ে সমাধান সূত্র না পাওয়া যায়, আবার ২২ অক্টোবর বৈঠকে করতে হবে।
advertisement
advertisement
পরবর্তী শুনানির দিন অর্থাৎ ২৭ অক্টোবর এই বিষয় আদালতে রিপোর্ট জমা দেবেন রাজ্যের মুখ্যসচিব। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ – পুজোর ছুটির এক মাসের সময়কে কাজে লাগিয়ে বিভিন্ন কাজের বকেয়া অর্থ এবং বরাদ্দের বিষয় সমস্যার সমাধান করতে হবে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 24, 2025 7:52 PM IST










