CAA Protest: বিক্ষোভের টার্গেট টোল প্লাজাও, নিরাপত্তা চেয়ে রাজ্যকে চিঠি NHAI-র
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
নাগরিকত্ব আইনের প্রতিবাদে তাণ্ডব চলছেই। তার টার্গেট হচ্ছে বিভিন্ন টোল প্লাজাগুলিও। তাই রাজ্যের ১৭টি টোল প্লাজায় অতিরিক্ত নিরাপত্তা চেয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও ডিজিকে চিঠি দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
#কলকাতা: টোল প্লাজার কর্মীদের নিরাপত্তা চেয়ে রাজ্যকে চিঠি দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। প্রতিবাদের নামে টোল প্লাজাতেও তাণ্ডব চলছে। পরিস্থিতি সামলাতে রাজ্য সরকার সক্রিয়। রবিবার মালদহের বৈষ্ণবনগরে হামলার চেষ্টা হলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
নাগরিকত্ব আইনের প্রতিবাদে তাণ্ডব চলছেই। তার টার্গেট হচ্ছে বিভিন্ন টোল প্লাজাগুলিও। তাই রাজ্যের ১৭টি টোল প্লাজায় অতিরিক্ত নিরাপত্তা চেয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও ডিজিকে চিঠি দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
শনিবার মুর্শিদাবাদের আহিরণের কাছে চাঁদের মোড় টোল প্লাজায় আগুন লাগিয়ে দেওয়া হয়। ভাঙচুর হয় টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলিতেও। চিঠিতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের অভিযোগ, চাঁদের মোড় থেকে লুঠ হয়েছে ১৭ লক্ষ টাকা ৷ হামলায় জার্মানি থেকে আনা যন্ত্র নষ্ট হয়েছে ৷ ক্ষতি প্রায় ১০ কোটি টাকা ৷ শিবপুরে টোল কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে ৷ টোল প্লাজা ছাড়ছেন আতঙ্কিত কর্মীরা ৷
advertisement
advertisement
চিঠি পাওয়ার পরেই বিভিন্ন টোল প্লাজায় নিরাপত্তা বাড়িয়েছে রাজ্য সরকার। রবিবার মালদহের বৈষ্ণবনগরে টোল প্লাজায় হামলার চেষ্টা আটকে দেয় পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 16, 2019 10:44 AM IST