SOMRAJ BANERJEE#কলকাতা: এনআরসি এবং নাগরিকত্ব আইনের আঁচ এবার যাদবপুরের সমাবর্তনেও। সমাবর্তনের দিন রাজ্যপালকে বয়কটের ডাক দিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন এস এফ আই। সমাবর্তনের দিন কালো ব্যাজ পড়ে এবং কালো পতাকা দেখিয়ে রাজ্যপালকে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি নিয়েছে তারা। ‘রাজ্যপাল বিজেপি আরএসএস-এর দালালি করছে’, এমনই অভিযোগ তুলে আচার্যকে বয়কটের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন এসএফআইয়ের। বিশ্ববিদ্যালয়ের অবশ্য যুক্তি, এই বিষয়ে সরকারিভাবে তাদেরকে কোনও কিছু জানানো হয়নি।সমাবর্তন শুরুর আগেই ফের বিতর্ক যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে। আগামী ২৪শে ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হবে। ওই সমাবর্তনে আচার্য হিসাবে রাজ্যপাল জগদীপ ধনখড় উপস্থিত থাকবেন। আর সেই সমাবর্তনের দিনই এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আন্দোলন করবেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন এসএফআই সিদ্ধান্ত নিয়েছে সমাবর্তনে রাজ্যপালকে বয়কট করা হবে। শুধু তাই নয় এসএফআই আবেদন জানিয়েছে, পড়ুয়াদের যাতে কেউই রাজ্যপালের হাত থেকে শংসাপত্র এবং মেডেল না নেন। এ প্রসঙ্গে এসএফআইয়ের সদস্য উষসী পাল জানিয়েছেন "গত একমাস ধরে রাজ্যপাল জগদীপ ধনখড় বিজেপি আরএসএস-এর দালালি করছেন তা বিভিন্ন ঘটনা প্রবাহে স্পষ্ট। তাই আমরা তাকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছি। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যেভাবে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নিগ্রহ করেছিলেন সেই বিষয়েও তিনি চুপ ছিলেন। তিনি এখনও পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়ার কথা জানাননি তাই বয়কটের সিদ্ধান্ত নিয়েছি আমরা।’