হোম /খবর /কলকাতা /
রাজ্যসভার ফাঁকা আসনে উপনির্বাচন ৯ অগাস্ট, ঘোষণা নির্বাচন কমিশনের

Rajya Sabha Bye Election: রাজ্যসভার ফাঁকা আসনে উপনির্বাচন ৯ অগাস্ট, ঘোষণা নির্বাচন কমিশনের

প্রতাকী ছবি৷

প্রতাকী ছবি৷

গত ফেব্রুয়ারি মাসে রাজ্যসভার সাংসদ (Rajya Sabha Bye Election) থেকে ইস্তফা দিয়ে তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দিয়েছিলেন দীনেশ ত্রিবেদী৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: দীনেশ ত্রিবেদী ইস্তফা দেওয়ায় ফাঁকা হওয়া রাজ্যসভার আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন৷ আগামী ৯ অগাস্ট পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ওই আসনে ভোটগ্রহণ হবে বলে কমিশন জানিয়েছে৷

গত ফেব্রুয়ারি মাসে রাজ্যসভার সাংসদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দিয়েছিলেন দীনেশ ত্রিবেদী৷ ২০২৬ সাল পর্যন্ত সাংসদ হিসেবে মেয়াদ ছিল তাঁর৷

কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ২২ জুলাই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে৷ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২ অগাস্ট৷ ৯ অগাস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোট গ্রহণ হবে৷ ওই দিনই বিকেল ৫টায় ভোট গণনা হবে৷

কমিশনের তরফে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্যসভার এই উপনির্বাচন আয়োজনের ক্ষেত্রে করোনা বিধি যথাযথ ভাবে পালন করার জন্য একজন পদস্থ আধিকারিককে নিয়োগ করতে হবে৷ যেহেতু এখন বিধানসভার অধিবেশন চলছে, তাই রাজ্যসভার ফাঁকা আসনে নির্বাচন সেরে ফেলার জন্য এটাই আদর্শ সময় বলে মনে করছে রাজ্য সরকারও৷ রাজ্য প্রশাসনের তরফে আগেই কমিশনকে নিজেদের সম্মতির কথা জানিয়ে দেওয়া হয়েছিল৷

রাজ্যসভার উপনির্বাচনের পাশাপাশি রাজ্য বিধানসভার যে আসনগুলি বিধায়কশূন্য অবস্থায় রয়েছে, সেখানেও দ্রুত ভোট করিয়ে নেওয়ার পক্ষে রাজ্য৷ শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফেও এই অনুরোধ নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে বৃহস্পতিবার স্মারকলিপি জমা দেওয়া হয়েছে৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Dinesh Trivedi, Election Commission, Rajya Sabha