West Bengal By Election 2024: কলকাতায় 'শূন্য' তকমা ঘোচাতে মরিয়া পদ্ম শিবির! খাতা খুলতে এখন থেকেই শুরু অঙ্ক কষা

Last Updated:

West Bengal By Election 2024 : সাম্প্রতিক লোকসভা ভোটে কলকাতা দক্ষিণে তাদের প্রার্থী যে জিতবে না তা কার্যত ধরে নিলেও চব্বিশের ভোটে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে তাদের প্রার্থীর জয় নিয়ে একপ্রকার নিশ্চিত ছিল গেরুয়া শিবির। চব্বিশের ভোটে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রকে এতটাই গুরুত্ব দেওয়া হয় যে  দীর্ঘদিনের বিজেপির রাজ্য অফিস হিসেবে পরিচিত ৬ নম্বর মুরলিধর সেন লেনকে উত্তর কলকাতা জেলা বিজেপির প্রধান দলীয় কার্যালয় হিসেবে চিহ্নিত করা হয়।

কলকাতা: পদ্ম ‘হীন’ কলকাতা! হতাশ বিজেপি। কলকাতায় পদ্ম শূন্য! নানান রণকৌশলেও বারবার ধাক্কা। বিধানসভা হোক বা লোকসভা। ভোটে তিলোত্তমায় পদ্ম ফোটাতে বিফল বিজেপি। প্রতিবারই সবুজের কাছে ধরাশায়ী হয়েছে গেরুয়া।
আগামী ১০ জুলাই ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে কলকাতার মানিকতলাও। তিলোত্তমায় খাতা খুলতে মরিয়া গেরুয়া শিবির। এবার কলকাতায় ‘শূন্য’ তকমা ঘোচাতে মরিয়া পদ্ম শিবির।
দীর্ঘদিন ধরেই রাজ্য বিধানসভা কিম্বা দিল্লির সংসদে পদ্মের প্রতিনিধি ‘শূন্য’। বেশ কয়েক বছর ধরেই কলকাতা থেকে বিধায়ক কিংবা সাংসদ সদস্যকে রাজ্য বিধানসভা বা দিল্লির সংসদ ভবনে পাঠানোর মরিয়া চেষ্টা করলেও বারবারই স্বপ্নভঙ্গ এবং ধাক্কা খেতে হয়েছে বঙ্গ পদ্ম শিবিরের।
advertisement
advertisement
আরও পড়ুন: মানিকতলার আট ওয়ার্ডে আট মিছিল! কুণাল-অতীনকে নিয়ে শুরু হয়ে গেল উপ নির্বাচনের জোর প্রচার
সাম্প্রতিক লোকসভা ভোটে কলকাতা দক্ষিণে তাদের প্রার্থী যে জিতবে না তা কার্যত ধরে নিলেও চব্বিশের ভোটে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে তাদের প্রার্থীর জয় নিয়ে একপ্রকার নিশ্চিত ছিল গেরুয়া শিবির। চব্বিশের ভোটে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রকে এতটাই গুরুত্ব দেওয়া হয় যে  দীর্ঘদিনের বিজেপির রাজ্য অফিস হিসেবে পরিচিত ৬ নম্বর মুরলিধর সেন লেনকে উত্তর কলকাতা জেলা বিজেপির প্রধান দলীয় কার্যালয় হিসেবে চিহ্নিত করা হয়।
advertisement
ভোটের যাবতীয় রণকৌশল মুরলীধর সেন লেন থেকেই পরিচালিত হয়। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় এসে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে রোড শোও করেছেন। ভিন রাজ্যের তাবর তাবর মন্ত্রী এবং সাংগঠনিক নেতারাও মাটি কামড়ে পড়েছিলেন কলকাতা উত্তর কেন্দ্রে। কিন্তু শেষ পর্যন্ত দীর্ঘদিনের রাজনীতিবিদ তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির যোগ দেওয়া তাপস রায়। ফের স্বপ্নভঙ্গ হয়।
advertisement
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! হঠাৎ কী হল, গুঞ্জন চারিদিকে
সদ্য ভোট মিটটেই ফের ভোট নিয়ে তৎপর পদ্ম ব্রিগেড। মানিকতলা বিধানসভা কেন্দ্র তৃণমূলের থেকে ছিনিয়ে নিতে সর্বশক্তি দিয়ে ঝাপাচ্ছে বিজেপি। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে  বিধানসভাভিত্তিক ফলে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় পান ৬৬ হাজার ৯৬৪ টি ভোট। বিজেপি প্রার্থী তাপস রায় পান ৬৩ হাজার ৩৮৯ টি ভোট। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই বিধানসভা কেন্দ্রে জয়ের ব্যবধান ৩৫৭৫।
advertisement
কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মানিকতলা বিধানসভা কেন্দ্রে কলকাতা পুরসভার যে আটটি ওয়ার্ড রয়েছে তাতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ছটি ওয়ার্ডে এবং বিজেপি দুটি ওয়ার্ডে। কলকাতায় বিজেপির হাতে গোনা কয়েকজন কাউন্সিলর থাকলেও তিলোত্তমা থেকে বিধানসভা বা লোকসভায় বিজেপির প্রতিনিধি সংখ্যা শূন্য।
এবার কলকাতায় ‘শূন্য’ তকমা ঘুচিয়ে জয়ের স্বাদ পেতে অঙ্ক কষা শুরু করেছে পদ্ম শিবির। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির সাংসদ কিম্বা বিধায়করা থাকলেও খাস কলকাতা থেকে বারবারই ভোটাররা বিজেপির থেকে মুখ ফিরিয়েছে।  ২৪ এর লোকসভা ভোটেও তাই হয়েছে।
advertisement
এবার মানিকতলা বিধানসভায় ফুটবে পদ্ম? বঙ্গ বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘‘এটা আমাদের কাছে সত্যিই চিন্তার বিষয় যে কলকাতা দক্ষিণ থেকে আমরা সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পর আর কাউকে জয়ী করতে পারিনি। তবে রাজনৈতিক পরিস্থিতি পাল্টাচ্ছে। কলকাতার অনেক জায়গাতেই বিভিন্ন বুথে লোকসভার ফলাফলে বিজেপি এগিয়ে রয়েছে। আমরা এবার কলকাতায় খাতা খুলবই। মানিকতলা দিয়েই তার সূচনা হবে।’’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal By Election 2024: কলকাতায় 'শূন্য' তকমা ঘোচাতে মরিয়া পদ্ম শিবির! খাতা খুলতে এখন থেকেই শুরু অঙ্ক কষা
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement