West Bengal By Election 2024: প্রার্থী তালিকা প্রকাশ হতেই পদ্ম শিবিরে শোরগোল, হঠাৎ পদবি বদল মানিকতলার বিজেপি প্রার্থীর! কারণ নিয়ে ধোঁয়াশা

Last Updated:

West Bengal By Election 2024 : একুশেও কল‍্যান চৌবে মানিকতলা কেন্দ্র থেকেই লড়াই করেছিলেন এবং হেরে যান। তবে এবার তাঁর পদবিতে চমক। এবার তিনি কল্যাণ চৌবে ভট্টাচার্য।

প্রার্থী তালিকা প্রকাশ হতেই পদ্ম শিবিরে শোরগোল, হঠাৎ পদবী বদল মানিকতলার বিজেপি প্রার্থীর! কারণ নিয়ে ধোঁয়াশা
প্রার্থী তালিকা প্রকাশ হতেই পদ্ম শিবিরে শোরগোল, হঠাৎ পদবী বদল মানিকতলার বিজেপি প্রার্থীর! কারণ নিয়ে ধোঁয়াশা
মানিকতলা: বিধানসভা উপনির্বাচনে মানিকতলায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। কল্যাণবাবু চৌবে পদবির সঙ্গে জুড়েছেন মায়ের পদবি ভট্টাচার্য। তাই কল্যাণ চৌবে এবার কল্যাণ চৌবে ভট্টাচার্য হয়ে ভোটের ময়দানে। বিজেপি প্রার্থী হঠাত্‍ পদবি বদল নিয়ে রাজনৈতিক মহলে উঠেছে প্রশ্ন।
একুশেও তিনি মানিকতলা কেন্দ্র থেকেই লড়াই করেছিলেন এবং হেরে যান। তবে এবার তাঁর পদবিতে চমক। এবার তিনি কল্যাণ চৌবে ভট্টাচার্য। নিন্দুকদের দাবি, অবাঙালি তকমা এড়াতেই নিজের পদবির সঙ্গে মায়ের পদবী যোগ করেছেন। শাসক দলের পক্ষ থেকে কুণাল ঘোষ বলছেন, ‘‘কিন্তু কল্যাণবাবু কেন এমন করলেন তা উনিই বলতে পারবেন। তবে উনি যে কৌশলই নিন না কেন এবারও উনি মানিকতলায় পরাজিত হবেন।’’
advertisement
advertisement
তবে বিজেপি নেতা কল্যাণ জানালেন, ‘‘আমি সম্পূর্ণভাবে মায়ের সঙ্গে ইমোশনালি কানেক্ট হওয়ার জন্য এবং মায়ের স্মৃতি বহন করার জন্যই বাবা মারা যাওয়ার পর মায়ের পদবিকেও আমার নামের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিই।’’ কল্যাণ চৌবে ভট্টাচার্য এও বলেন, ‘‘বাবা ও মায়ের পদবীকে আমার নামের সঙ্গে যুগ্মভাবে রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি এতে রাজনৈতিকভাবে কটাক্ষ করা নিম্নরুচির বিষয়।’
advertisement
সামনেই রাজ্যের চার বিধানসভা আসনে উপনির্বাচন। সোমবার চার কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। রায়গঞ্জের পদ্মপ্রার্থী মানসকুমার ঘোষ। রানাঘাট দক্ষিণের প্রার্থী মনোজকুমার বিশ্বাস। বাগদা থেকে বিনয়কুমার বিশ্বাস এবং মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ভট্টাচার্যের নাম সোমবার ঘোষণা করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিজেপির অন্দরের ক্ষোভ প্রকাশ্যে চলে এসেছে। পদত্যাগ করেছেন উত্তর দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার।
advertisement
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। এখানে বিজেপির প্রার্থী মানসকুমার ঘোষ। ২০১৮ সালে তিনি তৃণমূলের টিকিটে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য হন। পঞ্চায়েত সমিতির-সহ সভাপতিও ছিলেন। গত বছর পঞ্চায়েত ভোটের আগে বিজেপিতে যোগ দেন মানস।
advertisement
তাঁকেই এবার উপনির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। সূত্রের খবর এতেই ক্ষুব্ধ স্থানীয় বিজেপি নেতৃত্ব। পদত্যাগ করেছেন বিজেপির জেলা সভাপতি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal By Election 2024: প্রার্থী তালিকা প্রকাশ হতেই পদ্ম শিবিরে শোরগোল, হঠাৎ পদবি বদল মানিকতলার বিজেপি প্রার্থীর! কারণ নিয়ে ধোঁয়াশা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement