Sabyasachi Dutta| সব্যসাচী দত্ত কি মুকুল পথেই হাঁটবেন? যে ইঙ্গিত মিলছে...

Last Updated:

Sabyasachi Dutta| সবস্যাচীও কি তবে অনুতপ্ত, মুকুলের পথেই ঘরের ছেলে ঘরে ফিরবেন?

দলের সঙ্গে ক্রমেই দূরত্ব বাড়ছে সব্যসাচী দত্তের?
দলের সঙ্গে ক্রমেই দূরত্ব বাড়ছে সব্যসাচী দত্তের?
#কলকাতা, অনুপ চক্রবর্তী: একদা মুকুল রায়ের হাত ধরে মায়া কাটিয়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন। কিন্তু আজ যেন ক্রমেই বেসুরে বাজছেন সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। এখনও বিজেপিতে রয়েছেন মুকুল রায় ঘনিষ্ঠ এই নেতা। কিন্তু মুখে যা বলছেন, তা স্পষ্টতই দলের মতের দলের মতের ১৮০ ডিগ্রি বিপরীত। উত্তরপ্রদেশে কৃষক মৃত্যু নিয়েই তাঁর মুখে শোনা গেল অন্য সুর। রাজনৈতিক মহলে এমন খবর ছড়াতে একটাই কথা মুখে মুখে ঘুরছে, সবস্যাচীও কি তবে অনুতপ্ত, মুকুলের পথেই ঘরের ছেলে ঘরে ফিরবেন?
সব্যসাচী দত্তকে সম্প্রতি উত্তরপ্রদেষে মন্ত্রীপুত্রর গাড়িতে পিষে কৃষকের মৃত্যু নিয়ে প্রশ্ন করা হয়। সব্যসাচীর সপাট উত্তর, "কার গাড়ি সেটা বড়ো নয় ,যে ঘটনা ভাইরাল হয়েছে টিভিতে দেখছি। খুব দুঃখজনক, মর্মান্তিক ঘটনা। যে বা যারাই এটা করে থাকুক কঠোর থেকে কঠোরও তম শাস্তি এবং তাদের একটাই শাস্তি হওয়া উচিত। ফাঁসি, এছাড়া আর কোনও শাস্তি হওয়া উচিত না।"
advertisement
তৃণমূল প্রতিনিধি দল যাওয়া নিয়ে দিন কয়েক আগেই টিপ্পনী কেটেছিলেন দিলীপ ঘোষ। সব্যসাচীর সে প্রসঙ্গে স্পষ্ট বক্তব্য, "সব দলের প্রতিনিধি যাওয়ার চেষ্টা করেছেন। যতই টাকা থাকুক না কেন যদি কৃষক না থাকে খাবেনটা কি আপনি ?সেই জায়গায় সেখানে যেটা হয়েছে সেখানে আমার মনে হয় সেই রাজ্যের এবং দেশের প্রতি এটা কলঙ্কময় দিন।"
advertisement
advertisement
দিলীপ ঘোষের মন্তব্য প্রসঙ্গেও সব্যসাচী বলেন, "এই নিয়ে কোনও কমেন্ট করার ভাষা নেই ।কৃষকদের এই ভাবে পিষে মারা হয়েছে সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক তার পরে এই ধরণের কেউ কথা বলেন সেটা তাঁর চিন্তাভাবনা, তাঁর অভিপ্রায়. আমি তাঁর সম্বন্ধে কী বলব। তিনি মানুষকে পিষে মারাটা যদি সমর্থন করেন, আমি কিছু বলতে পারব না।"
advertisement
প্রকারন্তরে কৃষি আন্দোলনকে সমর্থন করতেও শোনা গেল সব্যসাচীকে। তিনি বলেন, "আন্দোলন কী কারণে হচ্ছে কি ব্যাপার আমি সবটা জানি না। কিন্তু কোনও আন্দোলনকে দমিয়ে দেওয়া এটা কোনো পদ্ধতি হতে পারে না, একটা গণতান্ত্রিক দেশে। এটা তো আফগানিস্তানের তালিবান জমানা নয়।"
দলে ঠিক কতটা সক্রিয় তিনি, ধেয়ে এল এই অনিবার্য প্রশ্নও। সব্যসাচী বললেন, "২ মে-র পরে সে রকম কোনও সক্রিয় অনুষ্ঠানই হয়নি। অনুষ্ঠান হলে সেখানে উপস্থিত অনুপস্থিতির ব্যাপার।" স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, ২ মে-র পর হেভিওয়েট উপনির্বাচন হয়ে গেল রাজ্যে। অথচ সব্যসাচী কোনও কার্যক্রমই দেখতে পাচ্ছেন না! তাঁর চোখ কি অন্য দিকে?
advertisement
-Reporter: Anup Chakrabarty
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sabyasachi Dutta| সব্যসাচী দত্ত কি মুকুল পথেই হাঁটবেন? যে ইঙ্গিত মিলছে...
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement