নোট বাতিলের কোনও প্রভাবই পড়েনি নিষিদ্ধপল্লীতে, রমরমিয়ে চলছে ব্যবসা
Last Updated:
খুচরোর অভাবে যেখানে সাধারণ মানুষের মাথায় হাত সেখানেই চুটিয়ে ব্যবসা চলছে নিষিদ্ধপল্লীতে ৷ মোদির ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলর প্রভাব পড়েনি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রেড লাইট এলাকায় ৷
#কলকাতা: নোট বাতিলের জেরে যখন দেশের বিভিন্ন ব্যবসায়ীদের সমস্যার সম্মুখিন হতে হয়েছে সেখানেই রমরমিয়ে চলছে সোনাগাছির ব্যবসা ৷ খুচরোর অভাবে যেখানে সাধারণ মানুষের মাথায় হাত সেখানেই চুটিয়ে ব্যবসা চলছে নিষিদ্ধপল্লীতে ৷ মোদির ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলর প্রভাব পড়েনি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রেড লাইট এলাকায় ৷
দুর্বার মহিলা সমন্বয় কমিটি’র ছিফ মেন্টার ভারতী দে জানিয়েছেন, ‘সোনাগাছির ব্যবসায় নোট বাতিলের কোনও প্রভাবই পড়েনি ৷ এর মূল কারণ সোনাগাছির যৌন কর্মীরা নোট বাতিল হওয়ার পরও কাস্টমারদের কাছ থেকে ৫০০ ও ১০০০ টাকার নোট নিচ্ছেন ৷ এই মাসের শেষ পর্যন্ত তারা ওই টাকা নেবে বলে জানা গিয়েছে ৷
সাধারণত এই ব্যবসায় ক্যাশে পেমেন্ট হয়ে থাকে ৷ তাই এই ব্যবসায় বেশি প্রভাব পড়ায় উচিৎ ছিল ৷ দুর্বারের কর্মীরা জানিয়েছেন, সেক্স ওয়ার্কর কমিটির তরফ থেকে নেওয়া পদক্ষেপ ও স্থানীয় ব্যাঙ্ক থেকে নোট বদলে যৌনকর্মীদের সাহায্যের আশ্বাস দেওয়ায় এই কঠিন সময়ের মধ্যেও তারা ব্যবসা করে চলেছে ৷
advertisement
advertisement
ঊষা মাল্টিপার্পাস কো-অপারেটিভ ব্যাঙ্কে তরফে জানানো হয়েছে যে তারা বাতিল নোট এই মাসের শেষ পর্যন্ত নেবে ৷ এলাকার যৌনকর্মীরা তাদের বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত ব্যাঙ্কে জমা দিতে পারবেন ৷
দে জানিয়েছেন, যে কিছু যৌনকর্মীরা সমস্যায় পড়বেন যেহেতু তাদের অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেয় ৷
প্রায় ৩০,০০০ যৌনকর্মীর ঊষা ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে ৷ যাদের অ্যাকাউন্টে তাদের প্রাথমিকভাবে কিছু সমস্যার মুখে পড়তে হলেও তাদের জন্য আমরা কোনও না কোন পথ অবশ্যই বেড় করবো ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 12, 2016 1:01 PM IST