ট্রেনের বিকল্প 'বাস' ভাবছেন? রাতভর বৃষ্টিতে শহরে বাস পরিষেবার অবস্থা কী জানেন? কান্না পাবে
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
সকাল থেকে ৫০ এর কাছাকাছি সরকারি বাস বেরিয়েছে। শিয়ালদহ স্টেশনের কাছে রেললাইনে জল জমে যাওয়ায় সকাল থেকে ব্যাহত ট্রেন চলাচল। বন্ধ রয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা।
কলকাতা: সোমবার সকালেও কেউ বোঝেনি এমন বিভীষিকাময় হতে চলেছে রাত। কলকাতা এবং আশেপাশের শহর-শহরতলিতে নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত রেল পরিষেবা। রেলের বিকল্প যে বাসকে ভাববেন তারও উপায় নেই। বেসরকারি বাস অধিকাংশ জায়গায় বার করেনি। সরকারি বাস বিভিন্ন ডিপো থেকে খুব কম সংখ্যক ছাড়ছে। সকাল থেকে ৫০ এর কাছাকাছি সরকারি বাস বেরিয়েছে। শিয়ালদহ স্টেশনের কাছে রেললাইনে জল জমে যাওয়ায় সকাল থেকে ব্যাহত ট্রেন চলাচল। বন্ধ রয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা। হাওড়া ডিভিশনের যাত্রীদেরও একই দুর্ভোগ। চক্ররেলের আপ এবং ডাউন লাইনের পরিষেবা আপাতত বন্ধ। অটো বা ট্যাক্সি প্রায় জলের তলায়।
হাওড়া ইয়ার্ড, শিয়ালদহ সাউথ ইয়ার্ড জলমগ্ন। পাম্প করে সেই জল বের করার চেষ্টা চলছে। মঙ্গলবার সকালে শিয়ালদহ থেকে বেশ কিছু দূর পাল্লার ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে আপ হাজারদুয়ারি এক্সপ্রেস এবং শিয়ালদহ-জঙ্গিপুর এক্সপ্রেস। নিত্যযাত্রী এবং দূরপাল্লার যাত্রী সবাই যেন অকুল জলে ভেসেছেন। বনঁগা এবং হাসনাবাদ লাইনের পরিষেবা বিঘ্নিত হয়েছে। শিয়ালদহগামী বেশ কিছু ক্যান্টনমেন্ট পর্যন্ত যাতায়াত করে। ট্রেনগুলি দমদম স্টেশন পৌছানোর আগেই আটকে গিয়েছে। কখন পরিষেবা ঠিক হবে কেউ জানে না। উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার বেশির ভাগ রাস্তা জলমগ্ন। অটো বা ট্যাক্সি প্রায় ডুবে রয়েছে।
advertisement
advertisement
তারকেশ্বর এবং বর্ধমান মেন লাইনের ট্রেন পরিষেবা অনিয়মিত। সব লাইনেই ট্রেন দেরিতে চলছে। সেই কারণে ট্রেনগুলিতে যাত্রীদের ভিড়ও বৃদ্ধি পেয়েছে। ব্ল্যাক ডায়মন্ড,গণদেবতা, রাঁচি শতাব্দী ছাড়েনি এখনও ছাড়েনি। একাধিক লোকাল ট্রেন বাতিল হয়েছে। হাওড়ায় বিকল হয়ে পড়ে রয়েছে ৯টি পয়েন্ট।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 23, 2025 9:45 AM IST









