Bus Service: নতুন বছরে বন্ধ হতে পারে ১৫০০ বাস, '২৪-এর শুরুতেই গণপরিবহণে ধাক্কা

Last Updated:

রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, 'আদালতের নির্দেশ আছে ১৫ বছর হয়ে গেলে KMDA এলাকায় বাস চালানো সম্ভব নয়। তবে একেবারে বাস স্ক্র‍্যাপ করা সম্ভব নয়। বাস্তব অবস্থা বুঝে আমরা ধাপে ধাপে এগবো।'

কলকাতা: নতুন বছরে গণপরিবহণে ধাক্কা। ২৪-এর শুরুতেই কলকাতা ও শহরতলিতে কমতে চলেছে বাস। ১৫ বছরের গেরোয় বসে যেতে পারে ২৫০০ বাস। শহরে প্রায় ৪ হাজার বেসরকারি বাস চলে। এর মধ্যে আদালতের নির্দেশে আরও ২৫০০ বাস বসে গেলে গণপরিবহনে বাড়বে সমস্যা। নতুন বাস রাস্তায় নামাতে প্রস্তুত নয় বাস মালিকরা। কোভিডের কারণে দু’বছর রাস্তায় নামেনি সব বাস। এক্ষেত্রে বাস মালিকেরা চাইছেন সরকার ব্যবস্থা নিক।
২০০৯ সালে পরিবেশ দূষণ সংক্রান্ত এক মামলায় হাইকোর্ট জানিয়ে দিয়েছিল ১৫ বছরের বেশি কোনও বাস কলকাতায় চলবে না। ধাপে ধাপে ২০২৪ সালের ৩১ জুলাইয়ের মধ্যে প্রায় ২৫০০ বাস কলকাতার রাস্তা থেকে উধাও হয়ে যাবে। ফলে শহরের একাধিক রুটে বাস চলাচল সমস্যার বিষয় হয়ে দাঁড়াবে। মালিকদের দাবি, কোভিড পরবর্তী পরিস্থিতির কারণে তাদের হাতে নতুন বাস নামানোর পয়সা নেই। এই অবস্থায় ভারত স্টেজ সিক্স বাসের বর্তমান বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। এই বিপুল টাকা দিয়ে তাদের পক্ষে বাস নামানো সম্ভব নয়। তাই নতুন বাস এই শূন্যস্থান পূরণ করবে না।
advertisement
সিটি সার্বাবান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটু সাহা জানিয়েছেন, এই বিপুল সংখ্যক বাস বসে গেলেও নতুন বাস নামানোয় আগ্রহ বাস মালিকদের নেই। কারণ ভারত স্টেজ সিক্স বাসের যা মূল্য তা খরচ করা সম্ভব নয়। অন্যদিকে বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্য়ায়ের বক্তব্য় , এই বাস বসে যাওয়া মানে বহু কর্মসংস্থান আটকে যাবে। এছাড়া বেসরকারি বাসে যাতায়াত হবে না। এতে দুর্ভোগ বাড়বে। আমরা চাইছি সরকার এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিক।
advertisement
advertisement
রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘আদালতের নির্দেশ আছে ১৫ বছর হয়ে গেলে KMDA এলাকায় বাস চালানো সম্ভব নয়। তবে একেবারে বাস স্ক্র‍্যাপ করা সম্ভব নয়। বাস্তব অবস্থা বুঝে আমরা ধাপে ধাপে এগবো।’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bus Service: নতুন বছরে বন্ধ হতে পারে ১৫০০ বাস, '২৪-এর শুরুতেই গণপরিবহণে ধাক্কা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement