Private Bus: রাস্তা থেকে উধাও হয়ে যাবে বাস? বিরাট ভোগান্তির আশঙ্কা, পাল্টা নির্দেশ মন্ত্রীর

Last Updated:
প্রতীকী চিত্র৷
প্রতীকী চিত্র৷
কলকাতা: ফের বাস ভাড়া নিয়ে রাজ্য সরকার এবং বাস মালিকদের টানাপোড়েন শুরু৷ এ দিন রাজ্য সরকারের পক্ষ থেকে ফের হুঁশিয়ারি দিয়ে বলা হল, বেসরকারি বাসে ন্যূনতম ৭ টাকা এবং মিনিবাসে ন্যূনতম ৮ টাকাই ভাড়া নিতে হবে৷ পাল্টা বাস মালিকরাও তিন সপ্তাহ সময় বেঁধে দিয়ে রাজ্যকে হুঁশিয়ারি দিয়েছেন, ভাড়া না বাড়ালে রাস্তা থেকে সব বাস তুলে নেওয়া হবে৷
এ দিন বেসরকারি গণ পরিবহণের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠনের যৌথ ফোরামের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী৷ সেখানে মূলত বাস ভাড়া এবং পুলিশি জুলুম নিয়ে আলোচনা হয়৷ রাজ্য পরিবহণ দফতরের পত্ষ থেকে অবশ্য স্পষ্ট বলে দেওয়া হয়, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ২০১৮ সালের তালিকা অনুযায়ী ভাড়া নিতে হবে বেসরকারি বাসে৷
advertisement
advertisement
বর্তমানে বাসে উঠলেই ১০ টাকা করে নেওয়া হচ্ছে যাত্রীদের থেকে৷ এর পরের ধাপগুলিতেও ইচ্ছেমতো ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ৷ রাজ্যের পরিবহণমন্ত্রী অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০১৮ সালের তালিকা অনুযায়ী বেসরকারি বাসে ৭ টাকা এবং মিনি বাসে ন্যূনতম ৮ টাকা করে ভাড়া নিতে হবে৷
advertisement
বাস মালিকরা অবশ্য পাল্টা জানিয়ে দেন, সাধারণ বাসে ৫০.৭৪ শতাংশ এবং মিনি বাসে ৪৪ শতাংশ ভাড়া বাড়াতেই হবে৷ এর জন্য রাজ্য সরকারকে তিন সপ্তাহ সময় দিয়েছেন তাঁরা৷ তা না হলে রাস্তা থেকে বাস উধাও হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা৷ শেষ পর্যন্ত এই টানাপোড়েনের কোনও সমাধান সূত্র বেরোয় কি না, সেটাই এখন দেখার৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Private Bus: রাস্তা থেকে উধাও হয়ে যাবে বাস? বিরাট ভোগান্তির আশঙ্কা, পাল্টা নির্দেশ মন্ত্রীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement