Private Bus: রাস্তা থেকে উধাও হয়ে যাবে বাস? বিরাট ভোগান্তির আশঙ্কা, পাল্টা নির্দেশ মন্ত্রীর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Sanhyik Ghosh
Last Updated:
কলকাতা: ফের বাস ভাড়া নিয়ে রাজ্য সরকার এবং বাস মালিকদের টানাপোড়েন শুরু৷ এ দিন রাজ্য সরকারের পক্ষ থেকে ফের হুঁশিয়ারি দিয়ে বলা হল, বেসরকারি বাসে ন্যূনতম ৭ টাকা এবং মিনিবাসে ন্যূনতম ৮ টাকাই ভাড়া নিতে হবে৷ পাল্টা বাস মালিকরাও তিন সপ্তাহ সময় বেঁধে দিয়ে রাজ্যকে হুঁশিয়ারি দিয়েছেন, ভাড়া না বাড়ালে রাস্তা থেকে সব বাস তুলে নেওয়া হবে৷
এ দিন বেসরকারি গণ পরিবহণের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠনের যৌথ ফোরামের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী৷ সেখানে মূলত বাস ভাড়া এবং পুলিশি জুলুম নিয়ে আলোচনা হয়৷ রাজ্য পরিবহণ দফতরের পত্ষ থেকে অবশ্য স্পষ্ট বলে দেওয়া হয়, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ২০১৮ সালের তালিকা অনুযায়ী ভাড়া নিতে হবে বেসরকারি বাসে৷
advertisement
advertisement
বর্তমানে বাসে উঠলেই ১০ টাকা করে নেওয়া হচ্ছে যাত্রীদের থেকে৷ এর পরের ধাপগুলিতেও ইচ্ছেমতো ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ৷ রাজ্যের পরিবহণমন্ত্রী অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০১৮ সালের তালিকা অনুযায়ী বেসরকারি বাসে ৭ টাকা এবং মিনি বাসে ন্যূনতম ৮ টাকা করে ভাড়া নিতে হবে৷
advertisement
বাস মালিকরা অবশ্য পাল্টা জানিয়ে দেন, সাধারণ বাসে ৫০.৭৪ শতাংশ এবং মিনি বাসে ৪৪ শতাংশ ভাড়া বাড়াতেই হবে৷ এর জন্য রাজ্য সরকারকে তিন সপ্তাহ সময় দিয়েছেন তাঁরা৷ তা না হলে রাস্তা থেকে বাস উধাও হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা৷ শেষ পর্যন্ত এই টানাপোড়েনের কোনও সমাধান সূত্র বেরোয় কি না, সেটাই এখন দেখার৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2023 6:15 PM IST