Burrabazar Hotel Fire Chargesheet: বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ

Last Updated:

জোড়াসাঁকো থানা এলাকার মেছুয়ার ফলপট্টির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চার্জশিট কলকাতা পুলিশের

 কলকাতা পুলিশ
কলকাতা পুলিশ
কলকাতা:জোড়াসাঁকো থানা এলাকার মেছুয়ার ফলপট্টির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চার্জশিট কলকাতা পুলিশের। ঘটনায় ধৃত চারজনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল।হোটেল মালিক আকাশ চাওলা, ম‍্যানেজার গৌরব কাপুর, ইন্টিরিয়র ঠিকাদার খুরশিদ আলম ও সাগির আলির বিরুদ্ধে চার্জশিট দেওয়া দেওয়া হয়েছে। চার্জশিটে একজনকে ফেরার দেখানো হয়েছে।
২৯ এপ্রিল বড়বাজারের মেছুয়ার ফলপট্টির এক হোটেলে আগ্নিকাণ্ডে প্রাণ হারান ১৪ জন। আহত প্রায় ১৩ জন। দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরের দিনও চলে উদ্ধারকাজ। পুলিশ জানায়, ছ’তলার ওই হোটেলের দোতলায় আগুন লেগেছিল। তার পর সেই আগুন অন্য তলেও ছড়িয়ে পড়ে। হোটেলের ৪২টি ঘরে তখন ৮৮ জন ছিলেন। সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বিধান সরণির সংযোগকারী এই রাস্তায় এই হোটেল। রাস্তাটি বেশ ঘিঞ্জি। যে হোটেলে আগুন লেগেছে তার আশপাশে প্রচুর দোকান ও বাড়ি রয়েছে। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। চার্জশিটে উল্লেখ হোটেলের দোতলায় রান্নার জন্য ওভেন ও গ‍্যাস রাখা ছিল।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Burrabazar Hotel Fire Chargesheet: বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement