Burrabazar Hotel Fire Chargesheet: বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
জোড়াসাঁকো থানা এলাকার মেছুয়ার ফলপট্টির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চার্জশিট কলকাতা পুলিশের
কলকাতা:জোড়াসাঁকো থানা এলাকার মেছুয়ার ফলপট্টির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চার্জশিট কলকাতা পুলিশের। ঘটনায় ধৃত চারজনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল।হোটেল মালিক আকাশ চাওলা, ম্যানেজার গৌরব কাপুর, ইন্টিরিয়র ঠিকাদার খুরশিদ আলম ও সাগির আলির বিরুদ্ধে চার্জশিট দেওয়া দেওয়া হয়েছে। চার্জশিটে একজনকে ফেরার দেখানো হয়েছে।
২৯ এপ্রিল বড়বাজারের মেছুয়ার ফলপট্টির এক হোটেলে আগ্নিকাণ্ডে প্রাণ হারান ১৪ জন। আহত প্রায় ১৩ জন। দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরের দিনও চলে উদ্ধারকাজ। পুলিশ জানায়, ছ’তলার ওই হোটেলের দোতলায় আগুন লেগেছিল। তার পর সেই আগুন অন্য তলেও ছড়িয়ে পড়ে। হোটেলের ৪২টি ঘরে তখন ৮৮ জন ছিলেন। সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বিধান সরণির সংযোগকারী এই রাস্তায় এই হোটেল। রাস্তাটি বেশ ঘিঞ্জি। যে হোটেলে আগুন লেগেছে তার আশপাশে প্রচুর দোকান ও বাড়ি রয়েছে। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। চার্জশিটে উল্লেখ হোটেলের দোতলায় রান্নার জন্য ওভেন ও গ্যাস রাখা ছিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2025 7:56 PM IST