Beleghata: বাঘাযতীনের পর বেলেঘাটা, এক বহুতলের গায়ে হেলে পড়ল আরও এক বহুতল! এলাকায় আতঙ্ক
- Reported by:Rounak Dutta Chowdhury
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
এই ঘটনার জেরে আতঙ্কে রয়েছেন ফ্ল্যাটের বাসিন্দারা। তাঁদের কথায় কলকাতা কর্পোরেশনকে চিঠি দেওয়া হয়েছে। চিঠি দেওয়া হয়েছে কাউন্সিলরকেও।
কলকাতা: বাঘাযতীন, ট্যাংরার পর বেলেঘাটা। ফের শহর কলকাতায় বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটল। বেলেঘাটা মেন রোডে একটি ফ্ল্যাটবাড়ি আরেকটি ফ্ল্যাটের ওপর হেলে পড়েছে বলে অভিযোগ।
এই ঘটনার জেরে আতঙ্কে রয়েছেন ফ্ল্যাটের বাসিন্দারা। তাঁদের কথায় কলকাতা কর্পোরেশনকে চিঠি দেওয়া হয়েছে। চিঠি দেওয়া হয়েছে কাউন্সিলরকেও। কিন্তু, কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি। যে ফ্ল্যাটটির ওপর হেলে পড়েছে সেখানে প্রায় ১৫ টি পরিবারের বসবাস।
advertisement
advertisement
প্রায় ৯ বছরের পুরনো ফ্ল্যাটটি হেলে পড়েছে বলে খবর। যে ফ্ল্যাটটির উপর হেলে পড়েছে সেই ফ্ল্যাটটি পাঁচ বছর আগে তৈরি করা হয়েছিল। এখনও পর্যন্ত দুই ফ্ল্যাটই বিপদজনক অবস্থাতে কার্নিশের সঙ্গে কার্নিশে লেগে রয়েছে।
advertisement
পর পর এই ঘটনার কারণে প্রশ্নের মুখে পড়েছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ। এই নিয়ে মেয়র ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘‘পুরসভা কি বাঁশ নিয়ে দাঁড়িয়ে হেলা বাড়ি সোজা করবে?’’ একই সঙ্গে তিনি জানান, আইন অনুযায়ী কাজ করতে হয় পুরসভাকে। আর সেই আইন মেনেই কাজ করতে হবে পুরসভাকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 23, 2025 6:55 PM IST










