কলকাতার গার্ডেনরিচের ঘটনায় মৃত্যু হল মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের
- Published by:Suman Majumder
- Written by:Pranab kumar Banerjee
Last Updated:
Building Collapsed: মঙ্গলবার নাসিম উদ্দিনের দেহ বাড়ি নিয়ে আসা হলে শেষবার দেখার জন্য ভিড় জমান আত্মীয় পরিজন প্রতিবেশীরা। মৃতের বাবা আঞ্জিল সেখ বলেন, আমার ছেলে নাসিমউদ্দিন যেখানে কাজ করছিল সেই নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার খবর পেতেই আমরা কলকাতায় ছুটে যায়।
কলকাতা: কলকাতার গার্ডেনরিচের ঘটনায় মৃত্যু হল মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম নাসিমউদ্দিন সেখ । ভগবানগোলা থানার চাক্কানগর গ্রামের বাসিন্দা। মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা। মঙ্গলবার মৃতদেহ নিয়ে আসা হয় বাড়িতে। শোকের ছায়া গোটা এলাকাজুড়ে।
অভাবের সংসারে ছোট ছোট ছেলে মেয়েদের মানুষ করার তাগিদে ২২দিন আগে কলকাতায় রাজমিস্ত্রীর কাজে যায় নাসিম উদ্দিন সেখ। পরিবারে বাবা, মা, স্ত্রী, তিন সন্তান রয়েছে। স্ত্রী জেসমিনা খাতুন অন্তঃসত্ত্বা। কলকাতার গার্ডেনরিচে একটি নির্মীয়মান বহুতলে কাজ করছিল নাসিমউদ্দিন।
আরও পড়ুন- ধেয়ে আসছে চরম দুর্যোগ, প্রবল কালবৈশাখীর তাণ্ডব সঙ্গী শিলাবৃষ্টি, জেলায়-জেলায়
রবিবার রাতে তিনতলায় ঘুমিয়ে ছিলেন তিনি। আর তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই নির্মীয়মান বহুতল। খবর পেতেই কলকাতায় ছুটে যায় পরিবারের লোকেরা। ভেঙে পড়া বহুতলের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হয় নাসিমউদ্দিনের মৃতদেহ।
advertisement
advertisement
মঙ্গলবার নাসিম উদ্দিনের দেহ বাড়ি নিয়ে আসা হলে শেষবার দেখার জন্য ভিড় জমান আত্মীয় পরিজন প্রতিবেশীরা। মৃতের বাবা আঞ্জিল সেখ বলেন, আমার ছেলে নাসিমউদ্দিন যেখানে কাজ করছিল সেই নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার খবর পেতেই আমরা কলকাতায় ছুটে যায়।
সেখানেই ধ্বংসাবশেষ থেকে পুলিশ আমার ছেলের মৃতদেহ উদ্ধার করে। আমার ছেলের ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে। আমাদের একমাত্র সম্বল চলে গেল। মৃতের স্ত্রী জেসমিনা খাতুন বলেন, ইফতারের পর আমার সঙ্গে ফোনে কথা হয়েছিল। ঈদের আগেই বাড়ি আসবে বলেছিল। ফোনে বলেছিল একটু ঘুমাবো। কিন্তু তারপর আর ফোনে পাইনি। আমার ছেলে মেয়ের ভবিষ্যত কী হবে!
advertisement
আরও পড়ুন- মানভূম ও সাঁওতালি খাওয়ারের স্বাদ নিতে চান? চলে আসুন এই জায়গায়!
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, গোটা কলকাতায় গজিয়ে উঠছে বহুতল। অবৈধ নির্মান আর জমিলুঠ শাসকদলের নেতাদের ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। কলকাতার গার্ডেনরিচের ঘটনায় ১০জনের মৃত্যু হয়েছে। আমি চাই এই ঘটনার জন্য দায়ী মেয়র ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার করা হোক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 19, 2024 8:43 PM IST