বিধানসভায় বাজেট অধিবেশন শুরু, কাল পেশ রাজ্য বাজেট
Last Updated:
বিধানসভায় বাজেট অধিবেশন শুরু, কাল পেশ রাজ্য বাজেট
#কলকাতা: আগামিকালই পেশ হতে চলেছে রাজ্য বাজেট। আজ থেকে বিধানসভায় শুরু বাজেট অধিবেশন। প্রথা মেনে, রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হল অধিবেশন। কেন্দ্রীয় বাজেটে পেশ হতে চলেছে পয়লা ফেব্রুয়ারি। ওইদিনই রাজ্য বাজেটও পেশ হওয়ার কথা ছিল। কিন্তু, শেষমুহূর্তে তা পরিবর্তন হয়।
বুধবার বিকেল ৩টে নাগাদ বাজেট পেশ করা হবে। বিধানসভায় উপস্থিত থাকবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ মন্ত্রীরা ৷ উপস্থিত থাকবেন বিরোদীরাও ৷ শারীরিক অসুস্থতার কারণে বসেই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য বাজেটে কোন দিকগুলি গুরুত্বের সঙ্গে উঠে আসে, সেদিকেই নজর রয়েছে সাধারণ মানুষের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 30, 2018 1:13 PM IST