Buddhadeb Bhattacharya: আগামিকালই ছুটি, বাড়ি ফেরার খবর পেয়েই হাসপাতালে খোশমেজাজে বুদ্ধদেব

Last Updated:
কলকাতা: আগামিকাল, বুধবার হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন প্রাক্তন মুখমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এ দিন উডল্যান্ডস হাসপাতালের পক্ষ থেকেই এ কথা জানানো হয়েছে। হাসপাতাল থেকে ছুটি পেলেও বাড়িতে হোম কেয়ার পদ্ধতিতে চিকিৎসা চলবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। হাসপাতালের চিকিৎসকরাও নিয়মিত তাঁকে দেখতে তাঁর পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে যাবেন।
ফুসফুসে সংক্রমণ নিয়ে গত ২৯ জুলাই উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে৷ প্রথমে তাঁক অবস্থা যথেষ্ট সঙ্কটজনক হওয়ায় ভেন্টিলেশনেও রাখতে হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে৷ এর পর ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দেন তিনি৷
কিছুটা সুস্থ হওয়ার পর থেকেই বাড়ি ফেরার জন্য উতলা হয়ে উঠেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ যদিও তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে তাড়াহুড়ো করতে চাননি চিকিৎসকরা৷ তবে বুধবার যে তিনি ছুটি পেতে পারেন, তা আগেই জানা গিয়েছিল৷
advertisement
advertisement
এ দিনের উডল্যান্ড হাসপাতালের সিইও চিকিৎসক রূপালি বসু এবং চিকিৎসক সপ্তর্ষি বসু ও চিকিৎসক সৌতিক পণ্ডা জানান, বাড়ি ফেরার আগেই আজ হাসপাতালের বেডে পা ঝুলিয়ে বসানো হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে৷ বেডের পাশে দাঁড়ও করানো হয়েছে তাঁকে৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী ভাল ভাবেই তা করতে পেরেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা৷
তবে বাড়ি ফিরলেও কড়া পর্যবেক্ষণেই রাখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে৷ বাড়িতেই থাকবে বাই প্যাপ যন্ত্র এবং পালস অক্সিমিটার৷ চিকিৎসকদের পাশাপাশি হাসপাতালের নার্সিং টিমও তাঁর দেখাশোনা করবে৷ আপাতত রাইলস টিউব লাগানো থাকলেও খুব শিগগিরই তা খুলে ফেলা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা৷
advertisement
আগামিকালই যে তিন পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে ফিরছেন, সেই খবর দেওয়া হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকেও৷ চিকিৎসকরা জানাচ্ছেন, বাড়ি ফেরার খবরেই মন ভাল হয়ে গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর৷ এ দিনও হাসপাতালে গান শুনেছেন তিনি৷ বাড়ি ফেরার অপেক্ষায় খোশমেজাজেই রয়েছেন বুদ্ধদেব৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Buddhadeb Bhattacharya: আগামিকালই ছুটি, বাড়ি ফেরার খবর পেয়েই হাসপাতালে খোশমেজাজে বুদ্ধদেব
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement