Buddhadeb Bhattacharjee Family: ‘পুরোহিত দর্পণ’-এর লেখকের পৌত্র যখন অন্য পথের পদাতিক, দিকশূন্যপুরে পাড়ি দিলেন কবি সুকান্তর ৯৮ তম জন্মদিনের এক সপ্তাহ আগে

Last Updated:

Buddhadeb Bhattacharjee Family: বুদ্ধদেব ভট্টাচার্যর ঠাকুরদা কৃষ্ণচন্দ্র স্মৃতিতীর্থ ছিলেন কার্যত পুরোহিতদের আচার্য৷ শতবর্ষ আগে তিনি লিখেছিলেন ‘পুরোহিত দর্পণ’৷ পুজোপাঠের আচার আচরণ, নিয়মবিধি নিয়ে সে সময় দ্বিধাবিভক্ত পুরোহিত সমাজ৷ সমস্যা দূর করতে সঠিক নিয়ম ও আচরণ নিয়ে কৃষ্ণচন্দ্র লিখেছিলেন এই মানদণ্ড বই৷

বুদ্ধদেব ভট্টাচার্যর উপরে গাঢ় প্রভাব বিস্তার করলেন কাকা সুকান্ত ভট্টাচার্য
বুদ্ধদেব ভট্টাচার্যর উপরে গাঢ় প্রভাব বিস্তার করলেন কাকা সুকান্ত ভট্টাচার্য
কলকাতা: পুরোহিতবাড়ির সন্তান হয়েও চিন্তাধারায় ভিন্ন মেরুতে পা রেখেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য৷ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাকা ছিলেন সুকান্ত ভট্টাচার্য-এ তথ্য দীর্ঘ চর্চিত৷ কিন্তু বুদ্ধ-চর্চায় যে প্রসঙ্গ তথা তথ্য তুলনামূলকভাবে কম আলোচিত, তা হল তাঁর ঠাকুরদার কথা৷ ভট্টাচার্য পরিবারের শিকড় ছড়িয়ে ছিল ওপার বাংলায়৷ আজকের বাংলাদেশের ঢাকার মাদারিপুর জেলায়৷ সেখানে এই ব্রাহ্মণ পরিবারের প্রজন্মকালীন পেশা ছিল পৌরহিত্য৷
শুধু অন্নসংস্থানের উপায় নয়৷ পৌরহিত্য ছিল এই সাবেক পরিবারের কাছে কয়েক প্রজন্মের আধার৷ বুদ্ধদেব ভট্টাচার্যর ঠাকুরদা কৃষ্ণচন্দ্র স্মৃতিতীর্থ ছিলেন কার্যত পুরোহিতদের আচার্য৷ শতবর্ষ আগে তিনি লিখেছিলেন ‘পুরোহিত দর্পণ’৷ পুজোপাঠের আচার আচরণ, নিয়মবিধি নিয়ে সে সময় দ্বিধাবিভক্ত পুরোহিত সমাজ৷ সমস্যা দূর করতে সঠিক নিয়ম ও আচরণ নিয়ে কৃষ্ণচন্দ্র লিখেছিলেন এই মানদণ্ড বই৷
advertisement
প্রথমে এই বই প্রকাশিত হত ভট্টাচার্য পরিবারের প্রকাশনা সংস্থা ‘সারস্বত লাইব্রেরি’ থেকে৷ পরবর্তীতে ‘পিএম বাগচী এন্ড কোম্পানি’-র হাতে চলে যায় স্বত্ত্ব৷ কারণ কৃষ্ণচন্দ্র মনে করেছিলেন বড় সংস্থা থেকে প্রকাশিত হলে আরও অনেক বেশি পাঠকের কাছে পৌঁছবে এই নির্দেশিকা বই৷ ১৯২২ সাল থেকে শুরু করে আজও একই প্রকাশনা সংস্থা থেকে ছাপা হচ্ছে পুরোহিত দর্পণ৷
advertisement
advertisement
তবে তারও আগে উনিশ শতকে প্রকাশিত হয়েছিল সৌরেন্দ্রমোহন ভট্টাচার্য রচিত ‘পুরোহিত দর্পণ’। প্রকাশিত হয়েছিল ১৮৯১ সালে৷ এই বই থেকে সাহায্য নেওয়ার কথাও নিজের বইয়ে উল্লেখ করেছিলে কৃষ্ণচন্দ্র স্মৃতিতীর্থ৷ প্রাঞ্জল ভাষায় কঠিন বিষয় ব্যাখ্যা করা হয়েছে বলে আজও এই দুই বইয়ের চাহিদা তুঙ্গে৷ অনেকেই হাতেকলমে পৌরহিত্য শেখার জন্য শেষকথা মনে করেন এই দু’টি বইকেই৷
advertisement
মতাদর্শে চলার পথ আলাদা হয়ে গেলেও পারিবারিক এই ঐতিহ্য ভুলে যাননি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ বিজেপি-কে কটাক্ষ করার সময় এই আকরগ্রন্থের উল্লেখও করেছেন৷ তবে কমিউনিস্ট আদর্শস্বরূপ তিনি নিজে ব্যক্তিগত জীবনে ছিলেন নাস্তিক এবং কোনও ধর্মাচরণের বিরোধী৷ বুদ্ধদেব ভট্টাচার্যর বাবা নেপালচন্দ্রও পারিবারিক পৌরহিত্যের বৃত্তি গ্রহণ করেননি৷ তবে তিনি সারস্বত প্রেসের কাজ দেখভাল করতেন৷ এই সংস্থা থেকে মূলত পুজোপাঠ এবং ধর্মগ্রন্থ প্রকাশিত হত৷
advertisement
আরও পড়ুন : ‘দুঃসময়’ থেকে ‘এই আমি মায়াকভস্কি’, বুদ্ধদেব ভট্টাচার্যের কলমে বার বার ঋদ্ধ বাঙালির নশ্বর চিন্তন ও মনন
পরিবারের এই ধারা ছাপিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যর উপরে গাঢ় প্রভাব বিস্তার করলেন কাকা সুকান্ত ভট্টাচার্য৷ রাজরোগে আক্রান্ত হয়ে কিশোর কবি যখন ১৯৪৭ সালের ১৩ মে প্রয়াত হন, তখন বুদ্ধদেব তিন বছরের শিশু৷ বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে সম্পৃক্ত হয়েছেন সুকান্ত ভট্টাচার্যর রচনার সঙ্গে৷ একাধিক সাক্ষাৎকারে বলেওছেন সে কথা৷ উদাত্ত কণ্ঠে আবৃত্তি করেছেন সুকান্তর অগ্নিস্ফুলিঙ্গ কবিতা৷ পারিবারিক শিকড়ের প্রতি শ্রদ্ধাশীল রেখেও হয়ে উঠেছিলেন আলোর পথযাত্রী৷ তাঁর পরনের শ্বেতশুভ্র পোশাকের মতো আজীবন পরিচ্ছন্ন ভাবমূর্তি বহন করে শেষ করলেন কুর্নিশসম যাত্রাপথ৷ অবিনশ্বর পরলোকে তাঁর বিশ্বাস ছিল না৷ তাই দিকশূন্যপুরের পথে পদাতিক পা রাখলেন৷ বিপ্লবী কবি কাকার ৯৮ তম জন্মদিনের ঠিক এক সপ্তাহ আগে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Buddhadeb Bhattacharjee Family: ‘পুরোহিত দর্পণ’-এর লেখকের পৌত্র যখন অন্য পথের পদাতিক, দিকশূন্যপুরে পাড়ি দিলেন কবি সুকান্তর ৯৮ তম জন্মদিনের এক সপ্তাহ আগে
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement