Central Force: কেন্দ্রীয় বাহিনী পরিচালনার জন্য ২২ জেলায় নোডাল অফিসার নিয়োগ করল বিএসএফ
- Published by:Uddalak B
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Central Force: বিএসএফ-এর পক্ষ থেকে নোডাল অফিসার নিয়োগ নিয়ে জানানো হল নবান্নকে।
কলকাতা: জেলায় জেলায় নোডাল অফিসার নিয়োগ করল বিএসএফ। মূলত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যোগাযোগ রেখে চলার জন্য ২২টি জেলায় ২২জন নোডাল অফিসার নিয়োগ করল বিএসএফ। এই নোডাল অফিসাররা জেলায় জেলায় মোতায়েন হওয়া বাহিনীদের সঙ্গে যোগাযোগ রেখে চলবেন। বিএসএফ-এর পক্ষ থেকে নোডাল অফিসার নিয়োগ নিয়ে জানানো হল নবান্নকে।
পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ও কমিশন তরজা চলেছে ক্রমাগত৷ একদিকে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে অভিযোগ করা হয়েছে, স্পর্শকাতর এলাকার কোনও তালিকা না পাওয়ায় কেন্দ্রীয় বাহিনী ঠিক মতো মুভ করতে পারেনি৷ উল্টোদিকে, কমিশনার অভিযোগ করেছেন, কেন্দ্রীয় বাহিনী ঠিক মতো কাজ করেনি বলেই এত হিংসার ঘটনা ঘটেছে৷ সেই তরজার মধ্যেই ঘটে গিয়েছে একের পর হিংসার ঘটনা৷
advertisement
advertisement
আরও পড়ুন, ভাঙড়ে পুলিশের উপরে গুলি চালিয়েছে কারা? বিস্ফোরক দাবি নওশাদের! তোলপাড় বাংলা
রাজ্যে পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে, শেষ হয়েছে নির্বাচনী আচরণবিধি৷ তবে কেন্দ্রীয় বাহিনী এখনও রয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে৷ ভাঙড়ে অশান্তির পরিবেশ সামাল দিতে বৃহস্পতিবারও রুট মার্চ করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ এখন প্রশাসনিক সমস্ত ক্ষমতা ফের ফিরে এসেছে নবান্নের হাতে৷ সেই কারণেই নবান্নকে জানিয়ে দেওয়া হয়েছে এই পরিবর্তনের বিষয়ে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 13, 2023 6:30 PM IST
