Central Force: কেন্দ্রীয় বাহিনী পরিচালনার জন্য ২২ জেলায় নোডাল অফিসার নিয়োগ করল বিএসএফ

Last Updated:

Central Force: বিএসএফ-এর পক্ষ থেকে নোডাল অফিসার নিয়োগ নিয়ে জানানো হল নবান্নকে।

কেন্দ্রীয় বাহিনী
কেন্দ্রীয় বাহিনী
কলকাতা: জেলায় জেলায় নোডাল অফিসার নিয়োগ করল বিএসএফ। মূলত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যোগাযোগ রেখে চলার জন্য ২২টি জেলায় ২২জন নোডাল অফিসার নিয়োগ করল বিএসএফ। এই নোডাল অফিসাররা জেলায় জেলায় মোতায়েন হওয়া বাহিনীদের সঙ্গে যোগাযোগ রেখে চলবেন। বিএসএফ-এর পক্ষ থেকে নোডাল অফিসার নিয়োগ নিয়ে জানানো হল নবান্নকে।
পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ও কমিশন তরজা চলেছে ক্রমাগত৷ একদিকে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে অভিযোগ করা হয়েছে, স্পর্শকাতর এলাকার কোনও তালিকা না পাওয়ায় কেন্দ্রীয় বাহিনী ঠিক মতো মুভ করতে পারেনি৷ উল্টোদিকে, কমিশনার অভিযোগ করেছেন, কেন্দ্রীয় বাহিনী ঠিক মতো কাজ করেনি বলেই এত হিংসার ঘটনা ঘটেছে৷ সেই তরজার মধ্যেই ঘটে গিয়েছে একের পর হিংসার ঘটনা৷
advertisement
advertisement
আরও পড়ুন, ভাঙড়ে পুলিশের উপরে গুলি চালিয়েছে কারা? বিস্ফোরক দাবি নওশাদের! তোলপাড় বাংলা
রাজ্যে পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে, শেষ হয়েছে নির্বাচনী আচরণবিধি৷ তবে কেন্দ্রীয় বাহিনী এখনও রয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে৷ ভাঙড়ে অশান্তির পরিবেশ সামাল দিতে বৃহস্পতিবারও রুট মার্চ করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ এখন প্রশাসনিক সমস্ত ক্ষমতা ফের ফিরে এসেছে নবান্নের হাতে৷ সেই কারণেই নবান্নকে জানিয়ে দেওয়া হয়েছে এই পরিবর্তনের বিষয়ে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Central Force: কেন্দ্রীয় বাহিনী পরিচালনার জন্য ২২ জেলায় নোডাল অফিসার নিয়োগ করল বিএসএফ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement