কনে অসুস্থ, বরযাত্রী পাশে নিয়ে হাসপাতালেই বিয়ে সারলেন বর

Last Updated:

কনে অসুস্থ, বরযাত্রী পাশে নিয়ে হাসপাতালেই বিয়ে সারলেন বর

 #কলকাতা: শাহিদ কাপুর, অমৃতা অভিনীত ‘বিবাহ’ সিনেমাটার কথা মনে আছে? যেখানে বিয়ের আগের দিন দুর্ঘটনায় আগুনে পুড়ে গিয়ে আইসিইউতে শয্যাশায়ী নায়িকা ৷ কনের বাড়িতে কান্নার রোল ৷ আগুনে পোড়া মেয়ের বিয়ে ভেস্তে গেল বলে, কিন্তু সবাইকে চমকে দিয়ে বরবেশেই হাসপাতালে হাজির নায়ক ৷ আইসিইউতে গিয়ে বিয়ের নির্ধারিত লগ্নেই নায়িকার সিঁথিতে পরিয়ে দিলেন সিঁদুর ৷
বিবাহ সিনেমার ক্লাইম্যাক্স সিনের পুনরাবৃত্তি দেখা গেল এই কলকাতার বুকেই ৷ বাস্তবে সত্যি সত্যিই হাসপাতাল হয়ে উঠল বিবাহ বাসর ৷ আত্মীয়-স্বজনকে সাক্ষী রেখে হাসপাতালেই অসুস্থ শয্যাশায়ী পাত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পাত্র ৷
গত বুধবার অর্থাৎ ৮ নভেম্বর নিকাহ স্থির হয়েছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মহম্মদ শাহনওয়াজ আলম ও হায়দরাবাদের সংস্থায় কর্মরত আইনজীবী হেরা জাভেদের। কনে কলকাতার বাসিন্দা হওয়ায় সেখানেই বিয়ের সমস্ত আয়োজন করা হয় ৷ নিয়ম মেনেই চলছিল সমস্ত কিছু ৷ সোমবার গায়ে হলুদের পর হঠাৎ ছন্দপতন ৷ অসহ্য পেটের যন্ত্রণায় ছটফট করতে শুরু করেন পাত্রী ৷ প্রথমে সামান্য বিষয় ভেবে হাতের কাছে থাকা ওষুধ দিয়েই সমস্যা সমাধানের চেষ্টা করা হয় ৷ কিন্তু মঙ্গলবার অর্থাৎ বিয়ের আগের দিন আরও অবনতি হয় পরিস্থিতির ৷ শেষ পর্যন্ত হেরাকে ভর্তি করা হয় হাসপাতালে ৷
advertisement
advertisement
হেরা জাভেদ হেরা জাভেদ
চিকিৎসকেরা জানান, হেরার অন্ত্রে সমস্যা রয়েছে ৷ নিয়মিত চিকিৎসা দরকার ৷ ট্রিটমেন্ট শেষ না হওয়া পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া সম্ভব নয় ৷ ডাক্তারদের এমন কথায় কনের পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা হয় ৷
ইসলামিক মতে গায়ে হলুদের পর বিয়েতে বাধা পড়া সাংঘাতিক অমঙ্গল ৷ এমন অবস্থায় কনের পক্ষে বিয়ের পিঁড়িতে বসাও সম্ভব নয় ৷ বিয়ে ভেস্তে যাওয়ার শেষ মুহূর্তে এগিয়ে আসে পাত্র ৷ জানিয়ে দেন নির্ধারিত দিনে হাসপাতালেই হবে বিয়ে ৷
advertisement
কনে হেরা জাভেদ কনে হেরা জাভেদ
পরিবারের জনা ১৫ সদস্যকে নিয়ে জিডি হাসপাতালে বরবেশে বিয়ে করতে পৌঁছান মহম্মদ শাহনওয়াজ আলম ৷ স্যালাইনের চ্যানেল লাগানো অবস্থাতেই লাল লেহেঙ্গায় সেজে কাজির সামনে হাজির হন পাত্রী হেরা জাভেদ ৷ রাইলস টিউব খুলে হুইল চেয়ারে বসেই হেরা শাহনওয়াজকে স্বামী হিসেবে কবুল করলেন ৷
advertisement
এমন অভিনব বিয়েতে অংশ নেন জিডি হাসপাতাল কর্তৃপক্ষ এবং তাদের কর্মীরা ৷ রীতিমতো উদ্যোগ নিয়ে হাসপাতালের কনফারেন্স রুমে হেরা-শাহনওয়াজের বিয়ের ব্যবস্থা করে দেন তারা ৷
বিবাহ সম্পন্ন হওয়ার পর হেরাকে হাসপাতালে ছেড়ে সমস্ত আত্মীয় স্বজন ও বর শাহনওয়াজও ফিরে যান বিয়েবাড়িতে ৷ সেখানে বেবি নান, মটন বিরিয়ানি, চিকেন চাপ ও শাহি টুকরাতেই হয় মধুরেন সমাপয়েৎ ৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
কনে অসুস্থ, বরযাত্রী পাশে নিয়ে হাসপাতালেই বিয়ে সারলেন বর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement