Bratya on Yechury : কারাটপন্থীদের দাপটে কোণঠাসা ইয়েচুরির কোনও গুরুত্বই নেই দলে : ব্রাত্য বসু

Last Updated:

ব্রাত্য বসু (Bratya Basu) বললেন, ‘‘সীতারাম ইয়েচুরির ((Sitaram Yechury) অবস্থা এখন ট্রটস্কির মতো ৷ দলে লেনিনপন্থীদের দাপটে তিনি কোণঠাসা ৷’’

kejকলকাতা : সিপিএম-এর বর্তমান অবস্থা বোঝাতে গিয়ে সোভিয়েত রাশিয়ায় ফিরে গেলেন ব্রাত্য বসু (Bratya Basu) ৷ বললেন, ‘‘সীতারাম ইয়েচুরির অবস্থা এখন ট্রটস্কির মতো ৷ দলে লেনিনপন্থীদের দাপটে তিনি কোণঠাসা ৷’’ কতটা কোণঠাসা, তার তীব্রতা বোঝাতে গিয়ে তির্যক পরিহাস করতেও ছাড়লেন না ৷ বললেন, ‘‘ইয়েচুরির ইয়েটাই চুরি হয়ে গিয়েছে ৷ অর্থাৎ দলে তাঁর কোনও গুরুত্বই নেই ৷’’ লেনিনপন্থী বলে তিনি যে কারাট-অনুগতদের বোঝাতে চেয়েছেন, সে কথাও স্পষ্ট করে দিলেন ব্রাত্য ৷ ইয়েচুরিকে (Sitaram Yechury) মধ্যপন্থাবাদী নেতা বলে ব্রাত্যর মন্তব্য, প্রবীণ এই বামনেতা তৃণমূলনেত্রীর প্রতি শ্রদ্ধাশীল ৷
পাশাপাশি, শিক্ষামন্ত্রী এক হাত নিয়েছেন সিপিএম-এ রাজ্য নেতৃত্বকেও ৷ তাঁর কথায়, ‘‘ ২০১৮ সালে ক্ষমতায় আসার পর বিজেপি ত্রিপুরায় কী করেছে, সকলে দেখেছেন ৷ লেনিনের মূর্তি ভাঙা হয়েছে ৷ গুঁড়িয়ে দেওয়া হয়েছে পার্টি অফিস ৷ কিন্তু বাংলা থেকে কোনও বাম নেতা গত তিন বছরে সেখানে যাননি ৷ এখন আমরা গিয়েছি বলে তাঁদের গাত্রদাহ হচ্ছে ! ’’
advertisement
ব্রাত্যর কটাক্ষ, বাংলায় তো সিপিএম এখন শূন্য৷ টেলিভিশনে প্রতিক্রিয়া জানানো বা বক্তব্য রাখা ছাড়া নেতাদের কোনও কাজ নেই ৷ তাহলে তো ত্রিপুরায় যেতে পারেন নেতারা ৷
advertisement
কিন্তু ত্রিপুরার পরবর্তী বিধানসভা নির্বাচনে কি তৃণমূল কি সিপিএম-এর সঙ্গে জোট বেঁধে লড়বে? সে প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে ব্রাত্যর দাবি, তাঁরা ত্রিপুরায় সিপিএম নেতাদের কাছে যাবেন না ৷ বরং যাবেন বামকর্মীদের কাছে ৷ আহ্বান জানাবেন, তৃণমূলে আসার ৷
advertisement
বাংলা জয়ের পর তৃণূলের সাংগঠনিক স্তরে বড় পরিবর্তন হতে চলেছে, সে জল্পনা চলছলিই ৷ সোমবার তা কার্যকর হল ৷ এক নেতা এক পদ নীতিতেই হাঁটল তৃণমূল। জ্যোতিপ্রিয় মল্লিক,সৌমেন মহাপাত্র, মলয় ঘটক, স্বপন দেবনাথ, পুলক রায় এবং অরূপ রায়--এই ছ’জন মন্ত্রীকে সাংগঠনিক দায়িত্ব থেকে সরানো হল ৷
এমনকি, সংগঠনকে ঢেলে সাজাতে এবং যুব সম্প্রদায়কে এগিয়ে দিতে বহু জেলার সভাপতিও পরিবর্তন করে দেওয়া হল। যাঁর ফলে সাংগঠনিক ক্ষমতা থেকে বাদ পড়লেন মৌসম বেনজির নুর, মহুয়া মৈত্ররা। কোনও সাংগঠনিক দায়িত্বে নেই ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস-ও ।
advertisement
রাজনৈতিক মহলের ধারণা, ত্রিপুরার পরবর্তী বিধানসভা নির্বাচনে তথা সে রাজ্যে দলের সাংগঠনিক বিস্তারে উল্লেখযোগ্য  কারিগরের ভূমিকা নিচ্ছেন ব্রাত্য বসু ৷ এই প্রসঙ্গে তিনি জানালেন, ‘‘ এই রদবদল প্রত্যাশিতই ছিল ৷ এটা আমাদের মানতে হবে ৷ যোগ্য ব্যক্তি যোগ্য পদ পাবেন ৷’’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bratya on Yechury : কারাটপন্থীদের দাপটে কোণঠাসা ইয়েচুরির কোনও গুরুত্বই নেই দলে : ব্রাত্য বসু
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
  • উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি

  • দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

  • মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement