চুরি রুখতে বসবে সিসিটিভি, ক্ষতিগ্রস্ত বাড়ি থেকে বাসিন্দাদের প্রয়োজনীয় জিনিস নিতে অনুমতি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Last Updated:

বাসিন্দাদের আর্জি মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, নিজেদের ক্ষতিগ্রস্ত বাড়িতে পরিবারের একজন করে ঢুকতে পারবেন ৷ একইসঙ্গে চুরি আটকাতে সিসিটিভি বসানোরও কথা বলেন তিনি ৷

#কলকাতা: ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল খুঁড়তে গিয়ে বিপত্তি ৷ ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে মাথার ছাদ হারাল অসংখ্য পরিবার। এক কাপড়ে রাতারাতি বাড়ি ছেড়ে চলে আসা বাসিন্দারা ধ্বংসস্তূপেই ছেড়ে এসেছেন নিজেদের টাকা, গয়না, আধার কার্ড, বাড়ির দলিলের মতো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ৷ বাসিন্দাদের আর্জি মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, নিজেদের ক্ষতিগ্রস্ত বাড়িতে পরিবারের একজন করে ঢুকতে পারবেন ৷ একইসঙ্গে চুরি আটকাতে সিসিটিভি বসানোরও কথা বলেন তিনি ৷
মেট্রোর টানেল বোয়িংয়ের কারণে ফাটল ৷ সেখান থেকে ভেঙে পড়ছে একের পর এক বাড়ি ৷ এক কাপড়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসা বাসিন্দারা অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে চিন্তিত নিজেদের মূল্যবান সামগ্রী ও নথি নিয়েও চিন্তিত ৷ বাড়ির সমস্ত গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিস চাপা পড়ে ধ্বংসস্তুপেই ৷ খোলা আকাশের নীচে নেই কোনও নিরাপত্তাও ৷ কিন্তু পুলিশ এলাকা ঘিরে রাখায় ঢুকতে পারেননি বাসিন্দারা ৷ এদিন তাদের আবেদন মেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রত্যেক পরিবার থেকে একজন করে ঢুকে বের করতে পারবেন নিজেদের প্রয়োজনীয় জিনিস ৷ তাতে কোনও বিপদ যাতে না ঘটে তার জন্য সঙ্গে থাকবেন পুলিশ বা মেট্রো কর্মীরা ৷ একইসঙ্গে জিনিস চুরি বা খোয়া যাওয়া আটকাতে পুরো এলাকায় সিসিটিভি নজরদারির ব্যবস্থার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
চুরি রুখতে বসবে সিসিটিভি, ক্ষতিগ্রস্ত বাড়ি থেকে বাসিন্দাদের প্রয়োজনীয় জিনিস নিতে অনুমতি, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement