#কলকাতা: ফুসফুসের সংক্রমণ কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতে শুর করেছে। মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি ঠাকুরের শারীরিক অবস্থা অতি সংকটজনক। মঙ্গলবার সকাল থেকে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর চিকিৎসা করছেন।বার্ধক্যজনিত সমস্যায় দীর্ঘদিন গাইঘাটার ঠাকুরবাড়িতে শয্যাশায়ী মতুয়া সংঘের বড়মা বীণাপাণিদেবী। বৃহস্পতিবার রাতে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। শুরু হয় প্রবল শ্বাসকষ্ট। গুরুতর অসুস্থ বড়মাকে ভরতি করা হয় কল্যাণী জেএনএম হাসপাতালে। ভালো চিকিৎসার জন্য রবিবার তাঁরে স্থানান্তরিত করা হয় এসএসকেএমে। ধরা পড়ে নিউমোনিয়ায় আক্রান্ত বড়মা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।