ই-কমাস থেকে আসা পার্সেল খুলতেই ধোঁয়া ও আগুনের ফুলকি, কলকাতায় বিধান সরণিতে বোমাতঙ্ক
Last Updated:
#কলকাতা: কলকাতায় বোমাতাঙ্ক। বিধান সরণির একটি দোকানে পার্সেল খুলতেই আগুনের ফুলকি। বেরোতে থাকে ধোঁয়াও। বহুজাতিক ই কমার্স সংস্থার প্যাকেটটি পুরো খুলতেই দেখা যায় ভিতরে রয়েছে ব্যাটারি, সার্কিট, তার, ঘড়ি। পার্সেল বোমার আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন ব্যবসায়ীরা। বম্ব ডিসপোজাল স্কোয়াড গিয়ে পার্সেলটি উদ্ধার করে।
ঠনঠনিয়া কালীবাড়ির কাছে ২২৩ বিধান সরণি। গাড়ির যন্ত্রাংশের দোকান। শুক্রবার দুপুর একটা নাগাদ এই দোকানেই জনপ্রিয় বহুজাতিক ই কমার্স সংস্থার প্যাকেটে মোড়া পার্সেল আসে। দোকানের কর্মীরা পার্সেলটি খুলতেই আগুনের ফুলকি বেরোতে শুরু করে। বের হয় ধোঁয়াও।
advertisement
এতে কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। পুরো প্যাকেট খুলে তাদের তো চক্ষু চড়কগাছ। পার্সেলের মধ্যে তার দিয়ে যুক্ত সার্কিট বোর্ড.....ব্যাটারি.....সঙ্গে আবার ডিজিটাল ঘড়ি।
advertisement
এটা কি তা হলে পার্সেল বোমা? এই আতঙ্কে ছুটে পালাতে শুরু করেন ব্যবসায়ীরা। খবর দেওয়া হয় জোড়াসাঁকো থানায়। সেখান থেকে খবর যায় লালবাজারে। ঘটনাস্থলে পৌঁছে যায় বম্ব ডিসপোজাল স্কোয়াড। তারা গিয়ে পার্সেলটি উদ্ধার করে নিয়ে যায়।
advertisement
যে দোকানে পার্সেলটি এসেছে, তার মালিকের দাবি, দিওয়ালির সময় পরিচিত ব্যবসায়ীরা প্রতিবছরই উপহার পাঠিয়ে শুভেচ্ছা জানান। সেরকমই কোনও উপহার এসেছে ভেবেই তাঁর দোকানের কর্মীরা পার্সেলটি খোলেন। কিন্তু, খুলতেই ধোঁয়া। ব্যবসায়ীর দাবি, গুজরাতের সুরাটের গণপতি মেটালিক প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার তরফে পার্সেলটি পাঠানো হয়েছে বলে প্যাকেটের উপর লেখা। কিন্তু, এমন কোনও সংস্থার নামই তিনি শোনেননি। তা হলে কারা এমন পার্সেল পাঠালো? এটা কি সত্যিই পার্সেল বোমা? না কি নিছকই মজা করে কেউ এমন করেছে? সব দিকই খতিয়ে দেখছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 02, 2018 5:52 PM IST