Blood Bank in West Bengal: দারুণ খবর ! এই প্রথম বাংলায় রক্তসংগ্রহের পরিমাণ ৯ লক্ষ ইউনিট

Last Updated:

২০১৮-১৯ অর্থ বর্ষে বাংলার সরকারি ব্লাড ব্যাঙ্কগুলির মোট রক্ত সংগ্রহ ছিল ৭ লক্ষ ৮৯ হাজার ৭০২ ইউনিট। চলতি বছর, মার্চ পর্যন্ত যা হতে চলেছে প্রায় ৯ লক্ষ ৪৩ হাজার ৭০৬ ইউনিট।

এই প্রথম বাংলায় রক্তসংগ্রহের পরিমাণ ৯ লক্ষ ইউনিট
এই প্রথম বাংলায় রক্তসংগ্রহের পরিমাণ ৯ লক্ষ ইউনিট
ওঙ্কার সরকার, কলকাতা: এই প্রথম পশ্চিমবঙ্গের সরকারি ব্লাড ব্যাঙ্কের মাধ্যমে স্বেচ্ছায় রক্ত সংগ্রহ হল ৯ লাখেরও বেশি ইউনিট। গত পাঁচ বছরের তুলনায় সরকারি ব্লাড ব্যাঙ্কে রক্ত সংগ্রহ বাড়ল দেড় লক্ষ ইউনিটেরও বেশি। আর গত অর্থবর্ষের তুলনায়ও রক্ত সংগ্রহ বেড়েছে ১.৩৬ লক্ষ ইউনিট।
২০১৮-১৯ অর্থ বর্ষে বাংলার সরকারি ব্লাড ব্যাঙ্কগুলির মোট রক্ত সংগ্রহ ছিল ৭ লক্ষ ৮৯ হাজার ৭০২ ইউনিট। চলতি বছর, মার্চ পর্যন্ত যা হতে চলেছে প্রায় ৯ লক্ষ ৪৩ হাজার ৭০৬ ইউনিট। স্বাস্থ্য দফতর সূত্রে খবর. অনুযায়ী, কোভিডের জন্য দু' তিন বছর বাংলার রক্তসংগ্রহ প্রচণ্ড পরিমাণে কমে গিয়েছিল। ২০২০-২১ অর্থবর্ষ বাদে ২০১৮-২৩, পাঁচ বছরের বাকি বছরগুলিতে রক্ত সংগ্রহ বেড়েছে। ৮৭টি সরকারি ব্লাড ব্যাঙ্কের মাধ্যমে রেকর্ড পরিমাণ ৯ লক্ষাধিক ইউনিট রক্তসংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের এক প্রাক্তন সদস্য বলেন, ‘‘এখনও বহু ব্লাড ব্যাঙ্কে, রক্তদাতা নিয়ে গেলে তবেই রক্ত দেওয়া হচ্ছে। রাতবিরেতে রক্ত পেতে গিয়ে নাকালের একশেষ হতে হচ্ছে। কাজেই আমার ব্যক্তিগত ভাবে মনে হয় বাস্তবটা অন্যরকম। করোনার দু'টি বছর বাদ দিলে ব্লাড ডোনেশন ক্যাম্পের সংখ্যা বেড়েছে। সামগ্রিকভাবে রক্তদান শিবিরের সংখ্যা এই পাঁচ বছরে বেড়েছে ২৫৩৮ ( এ বছর মার্চের ফল না আসায় সম্ভাব্য )।
advertisement
আরও একটি সুখবর হল, গত পাঁচবছরে রক্তের উপাদান পৃথকীকরণের হার ৬৯ শতাংশ থেকে বেড়ে এখন নব্বইয়ের ঘরে (৯৪) পৌঁছেছে। যদিও শিবির বৃদ্ধির পরিসংখ্যান নিয়েও সন্দিহান রক্তদান আন্দোলনের কর্মীরা। তাঁদের বক্তব্য, রক্ত দিয়ে তবে রক্ত পাওয়া গেলে সেই দানকে এক্সচেঞ্জ ডোনেশন বলা হয়। বিপাকে পড়ে এক্সচেঞ্জ ডোনেশনের হিসেবও পরিসংখ্যানে ধরছে স্বাস্থ্য ভবন। রক্ত নিরাপত্তার শাখার এক পদস্থ কর্তা বলেন, ‘‘আমরা ইনহাউস বা ব্লাড ব্যাঙ্কের মধ্যে আয়োজিত রক্তদান শিবিরের হিসেব ধরেছি। এক্সচেঞ্জ ডোনেশন নয়।’’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Blood Bank in West Bengal: দারুণ খবর ! এই প্রথম বাংলায় রক্তসংগ্রহের পরিমাণ ৯ লক্ষ ইউনিট
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement