আগেই বিধানসভা ভোট হতে পারে, দলবদল নিয়ে তাত্পর্যপূর্ণ মন্তব্য দিলীপের
Last Updated:
লোকসভা ভোটের অনেক আগে থেকেই বিজেপি নেতৃত্ব দাবি করে এসেছে, তাঁদের টার্গেট বাংলা৷ তৃণমূল কংগ্রেস ছেড়ে ইতিমধ্যেই অনেক নেতা-নেত্রী বিজেপি-তে যোগ দিয়েছেন৷ বিজেপি-র দাবি, আরও অনেক নেতাই পা বাড়িয়ে রয়েছেন গেরুয়া শিবিরে৷
#কলকাতা: লোকসভা ভোটে রাজ্যে ১৮টি আসন পেয়ে উচ্ছ্বসিত বিজেপি৷ বহু নেতা-নেত্রীই দল বদল করে বিজেপি-তে যোগ দিচ্ছেন৷ এ হেন পরিস্থিতিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের দাবি, আগেই বিধানসভা ভোট হতে পারে৷
লোকসভা ভোটের অনেক আগে থেকেই বিজেপি নেতৃত্ব দাবি করে এসেছে, তাঁদের টার্গেট বাংলা৷ তৃণমূল কংগ্রেস ছেড়ে ইতিমধ্যেই অনেক নেতা-নেত্রী বিজেপি-তে যোগ দিয়েছেন৷ বিজেপি-র দাবি, আরও অনেক নেতাই পা বাড়িয়ে রয়েছেন গেরুয়া শিবিরে৷
advertisement
তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ নিয়ে মঙ্গলবার পর্যালোচনা বৈঠক করেন রাজ্য বিজেপি৷ দলবদল নিয়ে মঙ্গলবার দিলীপ ঘোষের তাত্পর্যপূর্ণ মন্তব্য, 'তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগের ঢল৷ ক’দিন চলে সেটাই দেখছি৷ ভোটের দিন কমিশন ও সরকারের হাতে৷ তবে আগেই বিধানসভা ভোট হতে পারে৷ গতিপ্রকৃতি দেখে তাই মনে হচ্ছে৷'
advertisement
আরও ভিডিও: মেদিনীপুরে ত্রিশূল হাতে রামনবমীর উদ্বোধনে দিলীপ ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 04, 2019 3:28 PM IST