আগেই বিধানসভা ভোট হতে পারে, দলবদল নিয়ে তাত্‍‌পর্যপূর্ণ মন্তব্য দিলীপের

Last Updated:

লোকসভা ভোটের অনেক আগে থেকেই বিজেপি নেতৃত্ব দাবি করে এসেছে, তাঁদের টার্গেট বাংলা৷ তৃণমূল কংগ্রেস ছেড়ে ইতিমধ্যেই অনেক নেতা-নেত্রী বিজেপি-তে যোগ দিয়েছেন৷ বিজেপি-র দাবি, আরও অনেক নেতাই পা বাড়িয়ে রয়েছেন গেরুয়া শিবিরে৷

#কলকাতা: লোকসভা ভোটে রাজ্যে ১৮টি আসন পেয়ে উচ্ছ্বসিত বিজেপি৷ বহু নেতা-নেত্রীই দল বদল করে বিজেপি-তে যোগ দিচ্ছেন৷ এ হেন পরিস্থিতিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের দাবি, আগেই বিধানসভা ভোট হতে পারে৷
লোকসভা ভোটের অনেক আগে থেকেই বিজেপি নেতৃত্ব দাবি করে এসেছে, তাঁদের টার্গেট বাংলা৷ তৃণমূল কংগ্রেস ছেড়ে ইতিমধ্যেই অনেক নেতা-নেত্রী বিজেপি-তে যোগ দিয়েছেন৷ বিজেপি-র দাবি, আরও অনেক নেতাই পা বাড়িয়ে রয়েছেন গেরুয়া শিবিরে৷
advertisement
তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ নিয়ে মঙ্গলবার পর্যালোচনা বৈঠক করেন রাজ্য বিজেপি৷ দলবদল নিয়ে মঙ্গলবার দিলীপ ঘোষের তাত্‍পর্যপূর্ণ মন্তব্য, ‌'তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগের ঢল৷ ক’দিন চলে সেটাই দেখছি৷ ভোটের দিন কমিশন ও সরকারের হাতে৷ তবে আগেই বিধানসভা ভোট হতে পারে৷ গতিপ্রকৃতি দেখে তাই মনে হচ্ছে৷'
advertisement
আরও ভিডিও: মেদিনীপুরে ত্রিশূল হাতে রামনবমীর উদ্বোধনে দিলীপ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আগেই বিধানসভা ভোট হতে পারে, দলবদল নিয়ে তাত্‍‌পর্যপূর্ণ মন্তব্য দিলীপের
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement