ধর্মীয় মেরুকরণের তাসকেই মূল হাতিয়ার করেছিল বিজেপি, মমতা
Last Updated:
#কলকাতা: রাজ্যে কখনও সাম্প্রদায়িকতার বিষ। কখনও টাকা বিলিয়ে ভোট দখল। বঙ্গে বিজেপির সাফল্য নিয়ে একের পর এক বোমা ফাটালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিরপেক্ষতার প্রশ্ন তুলে, বিঁধলেন নির্বাচন কমিশনকেও। সেইসঙ্গে, ফের একবার ইভিএম কারচুপির অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গতবারের তুলনায় ভোটের হার বাড়লেও, আসন কমেছে তৃণমূলের। থাবা বসিয়েছে বিজেপি। কী কৌশলে জোড়াফুলের গড়ে হানা দিল পদ্ম? গেরুয়া শিবিরের উত্থানকে কীভাবে দেখছে জোড়াফুল শিবির?
ভোটপ্রচারে গিয়ে নানা আশঙ্কার কথা বারবার তুলে ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যালোচনা বৈঠকেও তৃণমূল নেত্রীর কথায় উঠে এল সেই তত্ত্ব। তাঁর অভিযোগ, গত পাঁচ মাস ধরে বিজেপির হয়েই কাজ করে গিয়েছে নির্বাচন কমিশন।
advertisement
advertisement
ভোটের আগে থেকেই ইভিএমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। বিজেপির বিপুল জয় যেন সেই আগুন উসকে দিয়েছে। তৃণমূল নেত্রীর অভিযোগ, আগে থেকেই প্রোগ্রামিং করা ছিল ইভিএম।
মমতার মতে, ভোটে এরাজ্যে ধর্মীয় মেরুকরণের তাসকেই মূল হাতিয়ার করেছিল বিজেপি।
গত বেশ কয়েকটি নির্বাচনেই ক্ষয়িষ্ণু বামেরা। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের তুলনায় তাদের ভোট কুড়ি শতংশের বেশি কমেছে। আর ঠিক ততটুকু ভোট বাড়িয়েই বাংলায় কেল্লা ফতে বিজেপির। তা নিয়েও বামেদের বিঁধেছেন তৃণমূল নেত্রী।
advertisement
ভোটে বাহিনী-সহ নানা সরকারি প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে বিজেপি টাকা ছড়িয়েছে বলেও অভিযোগ মমতার।
গতবারের তুলনায় বারোটি আসন কম। কোমর বেঁধে লড়াইয়ের ময়দানে নামার বার্তা দিয়েছেন দলনেত্রী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 25, 2019 10:56 PM IST