মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে CAA-র সমর্থনে এবার পথে নামতে চলেছে বিজেপি

Last Updated:
ARUP DUTTA
#কলকাতা: CAA-র সমর্থনে, মমতা বম্দোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার কলকাতার রাজপথে পাল্টা মিছিল করবে বিজেপি। আগামী ২৩ শে ডিসেম্বর কলকাতায় মহামিছিল করবে বিজেপি। বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা বলেন, রাজ্যের দুই প্রান্তে উত্তর ও দক্ষিণবঙ্গে CAA-র সমর্থনে পথে নামবে বিজেপি। লক্ষাধিক মানুষের মিছিল করার পরিকল্পনা নিচ্ছে বিজেপি। আগামীকাল, কলকাতা ও উত্তরবঙ্গের মিছিলের রূপরেখা চূড়ান্ত করতে বৈঠক করবে বিজেপি। আগামী সোমবার থেকে কলকাতায় পরপর তিন দিন রাজপথে CAA বিরোধীতায় পথে নামছেন মমতা বন্দোপাধ্যায়। CAA পাশ হবার পরেই রাস্তায় নেমে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কথা ঘোষনা করেন মমতা। রাজ্যজুড়ে মানুষের স্বাভাবিক প্রতিবাদ শুরু হয়ে যায় মমতার ঘোষনার পরেই। তারপরেও, বিষয়টি নিয়ে ‘ধীরে চলো’ নীতি নিয়ে পরিস্থিতির দিকে নজর রাখছিল বিজেপি। এদিকে জেলায় দলের নেতা কর্মীরা আক্রান্ত হওয়া ও পার্টি অফিসে হামলার ঘটনা বাড়তে থাকায়, নড়েচড়ে বসে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের মতে, এর পরেই আজ সকালে এ বিষয়ে দ্রুত পথে নামতে রাজ্য নেতৃত্বকে নির্দেশ দেন কেন্দ্রীয় কার্যকরী সভাপতি জে পি নাড্ডা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে CAA-র সমর্থনে এবার পথে নামতে চলেছে বিজেপি
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement