BJP: ১০০ নেতার ১০০০ সভা! পঞ্চায়েতের আগে বড় কর্মসূচি নিচ্ছে বঙ্গ বিজেপি
- Published by:Suvam Mukherjee
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে থেকে এই কর্মসূচি শুরু করেছেন শুভেন্দু অধিকারী।
#কলকাতা: ১০০ নেতার হাজার সভা। শাসকদলের পাশাপাশি পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে জোর দিচ্ছে বিজেপিও। সভা করার পাশাপাশি জনসংযোগ বাড়াতে ভোজ কর্মসূচিও পালন করবেন পদ্ম নেতারা। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের গোপীনাথপরে সোমবার অঞ্চল সম্মেলন কর্মসূচি শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গেরুয়া শিবিরের তরফে একশো নেতার নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে।
সেই নেতারা রাজ্যজুড়ে এক হাজার সভা করবেন। তালিকায় রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্যরা।পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগে জোর দিচ্ছে বিজেপি। কীভাবে ভোটের প্রস্তুতি নিতে হবে, সে ব্যাপারে প্রথম সারির নেতারা রাজনীতির পাঠ দেবেন সম্মেলন থেকে।
জানা গিয়েছে, পদ্ম শিবিরের টার্গেট ১ হাজার পঞ্চায়েত। সেই লক্ষ্যেই রাজ্যের ১০০ জন নেতার তালিকা তৈরি করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ১০০ জন নেতা মোট এক হাজার সভা করবেন। পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে জোর দিচ্ছে বিজেপিও। সভা করার পাশাপাশি জনসংযোগ বাড়াতে গ্রামের বাসিন্দাদের সঙ্গে খাওয়া-দাওয়াও করবেন বিজেপির নেতারা।
advertisement
advertisement
পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে থেকে এই কর্মসূচি শুরু করেছেন শুভেন্দু অধিকারী। প্রত্যেক নেতার কাঁধে ১০টি করে গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব দেওয়া হয়েছে। চলতি বছরেই পঞ্চায়েত নির্বাচন। তার আগেই সভা করে সংগঠন শক্তিশালী করতে মরিয়া বিজেপি শিবির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 03, 2023 5:04 PM IST