BJP: ১০০ নেতার ১০০০ সভা! পঞ্চায়েতের আগে বড় কর্মসূচি নিচ্ছে বঙ্গ বিজেপি

Last Updated:

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে থেকে এই কর্মসূচি শুরু করেছেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী। ফাইল ছবি
শুভেন্দু অধিকারী। ফাইল ছবি
#কলকাতা: ১০০ নেতার হাজার সভা। শাসকদলের পাশাপাশি পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে জোর দিচ্ছে বিজেপিও। সভা করার পাশাপাশি জনসংযোগ বাড়াতে ভোজ কর্মসূচিও পালন করবেন পদ্ম নেতারা। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের গোপীনাথপরে সোমবার অঞ্চল সম্মেলন কর্মসূচি শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গেরুয়া শিবিরের তরফে একশো নেতার নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে।
সেই নেতারা রাজ্যজুড়ে এক হাজার সভা করবেন। তালিকায় রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্যরা।পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগে জোর দিচ্ছে বিজেপি। কীভাবে ভোটের প্রস্তুতি নিতে হবে, সে ব্যাপারে প্রথম সারির নেতারা রাজনীতির পাঠ দেবেন সম্মেলন থেকে।
জানা গিয়েছে, পদ্ম শিবিরের টার্গেট ১ হাজার পঞ্চায়েত। সেই লক্ষ্যেই রাজ্যের ১০০ জন নেতার তালিকা তৈরি করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ১০০ জন নেতা মোট এক হাজার সভা করবেন। পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে জোর দিচ্ছে বিজেপিও। সভা করার পাশাপাশি জনসংযোগ বাড়াতে গ্রামের বাসিন্দাদের সঙ্গে খাওয়া-দাওয়াও করবেন বিজেপির নেতারা।
advertisement
advertisement
পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে থেকে এই কর্মসূচি শুরু করেছেন শুভেন্দু অধিকারী। প্রত্যেক নেতার কাঁধে ১০টি করে গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব দেওয়া হয়েছে। চলতি বছরেই পঞ্চায়েত নির্বাচন। তার আগেই সভা করে সংগঠন শক্তিশালী করতে মরিয়া বিজেপি শিবির।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP: ১০০ নেতার ১০০০ সভা! পঞ্চায়েতের আগে বড় কর্মসূচি নিচ্ছে বঙ্গ বিজেপি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement