TMC-র  বিরুদ্ধে আন্দোলনে BJP-র হাতিয়ার তৃণমূলের অস্ত্রই! আন্দোলনে ঝাপাচ্ছে পদ্ম শিবির

Last Updated:

উৎসব শেষ। আন্দোলন শুরু। শাসকের বিরুদ্ধে ফের বড়সড় আন্দোলনের পথে গেরুয়া শিবির।

BJP will be using TMC agenda to fight with TMC in Bengal
BJP will be using TMC agenda to fight with TMC in Bengal
#কলকাতা: সেই সিঙ্গুর থেকে বিজেপির পদযাত্রা। পাখির চোখ পঞ্চায়েত ভোট। বিজেপির হাতিয়ার সিঙ্গুর। চারদিন ধরে পদযাত্রার ভাবনা গেরুয়া শিবিরের। সিঙ্গুর থেকে শুরু। নিউটাউনের সিলিকন ভ্যালিতে শেষ। বিজেপি যুব মোর্চার ব্যানারে হবে পদযাত্রা। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। সিঙ্গুরের যে জমিতে টাটাদের ন্যানো গাড়ির কারখানা হওয়ার কথা ছিল সেখান থেকেই শুরু হবে পদযাত্রা।
১১ বছর আগে রাজ্যে পরিবর্তনের অন্যতম আঁতুরঘর ছিল সিঙ্গুর। সেই সিঙ্গুরকেই এবা:রের পঞ্চায়েত ভোটের আগে হাতিয়ার করতে চাইছে বঙ্গ বিজেপি।সিঙ্গুর থেকে নিউটাউন। বিজেপি সূত্রের খবর, এই মিছিলে ধাপে ধাপে যোগ দেবেন রাজ্য বিজেপির সাংসদ, বিধায়ক এবং নেতারা। মিছিলে দক্ষিণবঙ্গের সব জেলা থেকেই কর্মীদের আনার ভাবনা রয়েছে বঙ্গ বিজেপির। কিন্তু কর্মসূচির শুরু ও শেষের জায়গা হিসাবে সিঙ্গুর ও নিউটাউনের সিলিকন ভ্যালিকে কেন বেছে নিল বিজেপি? রাজ্য বিজেপির এক মুখপাত্র বলেন, ‘‘বাংলায় শিল্পের স্বপ্নভঙ্গের দুই কেন্দ্র হিসেবে সিঙ্গুর ও সিলিকন ভ্যালিকে তুলে ধরতে চাইছি আমরা।’’
advertisement
advertisement
উৎসব শেষ। আন্দোলন শুরু। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ, উৎসবের মরসুম মিটলেই ঝাঁপাতে হবে। সেই মতো, অক্টোবরের শেষ থেকেই রাজ্যজুড়ে শাসক দল তৃণমূল কংগ্রেস ও সরকারের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগে আন্দোলনে নামছে বঙ্গ বিজেপি। জেলায় জেলায় হবে আইন অমান্য কর্মসূচি।  দুর্নীতি, আইনশৃঙ্খলা সহ নানা অভিযোগে চলবে লাগাতার আন্দোলন। এরই সঙ্গে নভেম্বরে সিঙ্গুর থেকে পদযাত্রা। রাজ্য সরকারের বিরুদ্ধে কর্মসংস্থানে ব্যর্থতার অভিযোগ তুলেই মূলত সিঙ্গুর থেকে নিউ টাউনের সিলিকন ভ্যালি পর্যন্ত পদযাত্রার কর্মসূচি বলে পদ্ম শিবির সূত্রের খবর।
advertisement
VENKATESWAR  LAHIRI
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC-র  বিরুদ্ধে আন্দোলনে BJP-র হাতিয়ার তৃণমূলের অস্ত্রই! আন্দোলনে ঝাপাচ্ছে পদ্ম শিবির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement