BJP West Bengal: অভিষেকের নবজোয়ারের পাল্টা পঞ্চায়েত পদযাত্রা, বিজেপি-র মুখ কে? রয়েছে বিরাট চমক
- Published by:Debamoy Ghosh
- Reported by:ARUP DUTTA
Last Updated:
চল্লিশ দিন ধরে চল্লিশটি সাংগঠনিক জেলায় হবে ৩ হাজার কিলোমিটার পদযাত্রা
কলকাতা: অভিষেকের বিপরীতে সর্বভারতীয় যুব নেতা তেজস্বী সূর্যই বিজেপির তুরুপের তাস। রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে, অভিষেকের নবজোয়ার যাত্রার পাল্টা বিজেপির কর্মসূচি পঞ্চায়েত পদযাত্রায় নেতৃত্ব দেবেন তেজস্বী সূর্য।
আগামী ২০ মে থেকে শুরু করে টানা ৪০ দিন ধরে রাজ্যের প্রায় তিন হাজার কিলোমিটার রাস্তায় পঞ্চায়েত পদযাত্রা করবে বিজেপি যুব মোর্চা। মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁর দাবি, তাদের এই পদযাত্রা কোন তৃণমূলের অনুকরণ নয় বরং অভিষেকের নবজোয়ার আসলে বিজেপির গ্রাম সম্পর্ক অভিযানের অনুকরণ।
advertisement
advertisement
রাজনৈতিক মহলের মতে, এসব ঘটনাই বিজেপি শীর্ষ নেতৃত্বকে পাল্টা কর্মসূচি নিয়ে ভাবতে বাধ্য করে। কারণ, বিজেপি নেতৃত্ব বুঝতে পারছিল, উত্তরবঙ্গে যদি এই পরিস্থিতি হয় তাহলে দক্ষ্মিণবঙ্গে প্রবেশ করলে অভিষেকের কর্মসূচি আরও ব্যাপকতা লাভ করবে। তাই দেরি না করে, তড়িঘড়ি অভিষেকের প্রচারের পাল্টা প্রচার শুরুর জন্য দলের যুব মোর্চাকে দ্বিতীয় দফায় পথে নামার নির্দেশ দিল রাজ্য।
advertisement
রাজনৈতিক মহলের মতে, বিজেপি নেতৃত্ব মুখে তাদের কর্মসূচি তৃণমূল অনুকরণ করেছে বলে অভিযোগ করলেও, জেলায় জেলায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে অভিষেকের এই প্রচারকে উপেক্ষা করার সাহস দেখাতে পারছে না বিজেপি। সে কারণেই তৃণমূলের সাংসদ, যুব নেতা ও সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিপরীতে একেবারে ওজন মেপে ৩২ বছর বয়সি, সর্বভারতীয় যুব নেতা ও সাংসদকেই সামনে আনল বিজেপি।
advertisement
মোর্চার প্রস্তাবিত পঞ্চায়েত পদযাত্রা সম্পর্কে রাজ্য যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান জানিয়েছেন, ২০ মে থেকে তাদের গ্রাম সম্পর্ক অভিযানের দ্বিতীয় দফা শুরু হচ্ছে। রাজ্যের তিনটি অংশ থেকে একযোগে এই পদযাত্রা শুরু হবে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, জঙ্গলমহলের ঝাড়গ্রাম ও গঙ্গাসাগরের চেমাগুড়ি থেকে শুরু হবে তিনটি যাত্রা। এর পর, টানা ৪০ দিন ধরে রাজ্যের ২০০টি গ্রামীণ বিধানসভার ৪০টি সাংগঠনিক জেলায় এই পদযাত্রা হবে।
advertisement
advertisement
যদিও, প্রত্যাশিত ভাবেই বিজেপি যুব মোর্চার এই কর্মসূচিকে মাছি তাড়ানোর মতো করে উড়িয়ে দিয়েছে তৃণমূল। তৃণমূল নেতা তাপস রায় বলেন, ‘যারা এখনও বুথে কমিটি তৈরি করতে পারল না তারা করবে পদযাত্রা? আসলে, অভিষেকের কর্মসূচি দেখে নড়েচড়ে বসেছে বিজেপি। তৃণমূলকে অনুকরণ করে বিজেপির এই কর্মসূচি আরও একবার সুপার ফ্লপ হতে চলেছে।’
advertisement
বিজেপি যুব মোর্চার দাবি, পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে প্রথম দফায় তারা ২০০টি গ্রামীণ বিধানসভার ৫০০ টি গ্রামে গ্রাম সম্পর্ক অভিযান করেছিল। এর মধ্যে তারা রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলির গ্রামে গ্রামে গিয়ে পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রকে রিপোর্ট দিয়েছে। প্রথম দফার এই কর্মসূচির সাফল্যে উৎসাহিত হয়েই তারা দ্বিতীয় দফায় পঞ্চায়েত পদযাত্রার সিদ্ধান্ত নেয়। এর সঙ্গে অভিষেকের পদযাত্রার সাফল্য দেখে ‘নড়েচড়ে বসার’ কোন সম্পর্ক নেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 18, 2023 1:33 AM IST