দক্ষিণ কলকাতায় বিজেপি-তৃণমূল সংঘর্ষ, ধুন্ধুমার

Last Updated:

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির শুদ্ধিকরণ কর্মসূচি ঘিরে কেওড়াতলায় ধুন্ধুমার। বিজেপি ও তৃণমূল সংর্থকদের মধ্যে ধস্তাধস্তি।

#কলকাতা: আইন-অমান্যের পর এবার শুদ্ধিকরণ কর্মসূচি। তর্জন-গর্জনই সার। পুলিশ-প্রশাসনের কড়া পদক্ষেপে ভেস্তে গেল বিজেপির মূর্তি শোধন অভিযান। কেওড়াতলায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। রাসবিহারী মোড়ে বিজেপির মিছিল আটকায় পুলিশ। এরপরই রণে ভঙ্গদেন দিলীপ-লকেটরা। কাল জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি।
বিজেপির শুদ্ধিকরণ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। বিজেপি ও তৃণমূল সমর্থকদের সংঘর্ষে রাসবিহারীতে উত্তেজনা ছড়ায়।
বুধবার কেওড়াতলার দেশবন্ধু স্মৃতি সৌধ পার্কে শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙে একটি সংগঠন। তারপরই মূর্তি শোধনের ডাক দেন দিলীপ ঘোষ। বিজেপির শুদ্ধিকরণ কর্মসূচি ঘিরে এদিন সকাল থেকেই পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মত। ব্যারিকেড দিয়ে কেওড়াতলা শ্মশান চত্ত্বর, রাসবিহারী মোড় ও টালিগঞ্জ রোড বন্ধ করা হয়। রোসবিহারী মোড়ে মোতায়েন ছিল জলকামান। দুপুরের দিকে রাসবিহারী মোড়ে জড়ো হন বিজেপি সমর্থকরা।
advertisement
advertisement
টালিগঞ্জ রোডের মুখে পুলিশের আগে তৃণমূল সমর্থকরা ব্যারিকেড করেন। সেখানে বিজেপির সমর্থকরা গেলে তাঁদের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের সংঘর্ষ হয়।
রাসবিহারীতে বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ। তর্জন-গর্জনই সার। প্রশাসনের কড়া পদক্ষেপে ভেস্তে গেল বিজেপির মূর্তি শোধন কর্মসূচি। কেওড়াতলায় তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে মারামারি। রাসবিহারীতে মিছিল আটকালো পুলিশ। কাল জেলায় জেলায় প্রতিবাদ দিলীপ ঘোষদের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দক্ষিণ কলকাতায় বিজেপি-তৃণমূল সংঘর্ষ, ধুন্ধুমার
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement