হিডকো অফিস ঘেরাও ! বিজেপি সমর্থকদের বিক্ষোভ ! পুলিশের সঙ্গে ধস্তাধস্তি...

Last Updated:
#কলকাতা: বিজেপির পার্টি অফিস ভেঙে দেওয়ায় আজ হিডকো অফিস ঘেরাও করে বিজেপি সমর্থকরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। ঘটনার সূত্রপাত হয় বেশ কিছুদিন আগে। যাত্রাগাছিতে বিজেপি একটি পার্টি অফিস তৈরি করেছিল। কিন্তু সেই অফিস রাতে হিডকোর তরফ থেকে পুলিশ দিয়ে ভেঙে ফেলা হয়। তার প্রতিবাদে ১৯ তারিখ বিজেপির তরফ থেকে হিডকো অফিসে ডেপুটেশন দেওয়ার কথা ছিল। সেই মতো যাত্রাগাছি থেকে মিছিল করে তারা হিডকো ভবন আসে। প্রথমে পুলিশ যাত্রাগাছি মোড়ে মিছিল আটকালে সেখান থেকে পুলিশ এর ব্যারিকেট পার করে বেরিয়ে আসে মিছিল করে হিডকো ভবন এর সামনে এলে পুলিশ বাধা দেয় সেই সময় পুলিশ এর সাথে ব্যাপক ধস্তাধস্তি হয়। পরে বিজেপির তরফ থেকে সাত জনের প্রতিনিধি দল হিডকো অধিকারিকের সাথে কথা বলে। সাতদিনের মধ্যে পার্টি অফিস করার অনুমতি দেওয়া দিতে বলা হয়। না হলে আবার ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। কিন্তু সাত দিনের মধ্যে পার্টি অফিস তৈরি করা হয় না।
তার প্রতিবাদেই আজ বিজেপির তরফ থেকে যাত্রাগাছি থেকে বিজেপি বিশাল মিছিল করে হিডকো ভবনে আসে। পুলিশ ব্যারিকেট দিয়ে আটকে দেয় তাদের। তখন পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়। বিজেপি দাবি জানায়,যাত্রাগাছিতে তাদের পার্টি অফিস করতে দিতে হবে। না হলে ওখানে যে তৃণমূলের অফিস রয়েছে সেটা ভাঙতে হবে। যদিও গতকাল হিডকোর তরফ থেকে ওখানকার তৃণমূল পার্টি অফিসে ও দোকান গুলোতে নোটিস দেওয়া হয়েছে যে ১০ দিনের মধ্যে ওখান থেকে সরিয়ে নিতে। না হলে হিডকো ব্যবস্থা নেবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
হিডকো অফিস ঘেরাও ! বিজেপি সমর্থকদের বিক্ষোভ ! পুলিশের সঙ্গে ধস্তাধস্তি...
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement