Sukanta Majumder|| দুর্নীতি হাতিয়ার, পঞ্চায়েত নির্বাচনের সুর বেঁধে দিলেন সুকান্ত মজুমদার

Last Updated:

SukanTa Majumder: দুর্নীতিই যে পঞ্চায়েত নির্বাচনের অন্যতম হাতিয়ার হতে চলেছে তা স্পষ্ট করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদার। ফাইল ছবি।
সুকান্ত মজুমদার। ফাইল ছবি।
কলকাতাঃ দুর্নীতিই যে পঞ্চায়েত নির্বাচনের অন্যতম হাতিয়ার হতে চলেছে তা স্পষ্ট করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
পূর্ব মেদিনীপুরের চণ্ডীতলায় এক সমাবেশে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, "আগামী পঞ্চায়েত নির্বাচনে শুধু এই জেলা নয়, সারা রাজ্য থেকে আমরা তৃণমূলকে সরাব। মমতাকে হারিয়েছে। আগামীতে সেই পরাজয় সারা রাজ্যে ছড়িয়ে দেব। ১৫ মিনিটের জন্য পুলিশ সরিয়ে দিন পার্টি অফিস খুলতে পারবে না তৃণমূল। দুর্নীতি হলে নাম জমা দিন। পেটের ভিতর হাত ঢুকিয়ে তা আদায় করব। কেন্দ্রীয় টিম আসছে, বলুন বড় লোকেরা টাকা নিচ্ছে গরিব পাচ্ছে না। পেট্রোল, ডিজেলে ট্যাক্স বসিয়ে সবচেয়ে বেশি টাকা পায় এই রাজ্য। দ্বিতীয় মদে। বিডিও তৃণমূল নেতার মতো আচরণ করছে। নাম হয়েছে তৃণমূলের অফিসার। সারা জীবন পিসি ভাইপো থাকবে না৷ লেজ কীভাবে সোজা করতে হয় বিজেপি জানে।"
advertisement
আরও পড়ুনঃ পঞ্চায়েতে 'নির্দল ভূতের' আশঙ্কায় সিপিআইএম, নিচুতলায় লাল সতর্কতা জারি
তিনি আরও বলেন, "রাম মন্দির নিয়েও অনেক কথা বিরোধীরা বলেছিল। কিন্তু আসলে যা হওয়ার তাই হয়েছে। বলা হচ্ছে কেন্দ্র টাকা দিচ্ছে না। হিসেবটা দেখান। আগে কতো পেতেন এখন কতো পান? লজ্জা করে না মিথ্যা কথা বলতে। কেন্দ্রীয় টাকা চুরি করে বাংলা আবাস যোজনার নামে করতে দেবো না। অনুব্রত তিহারে গিয়ে মুখ খুলবে। পঞ্চয়েতে প্রার্থী দিন লড়াই হবে৷ একটা ধাক্কা শুধু দিতে হবে।"
advertisement
advertisement
পঞ্চায়েত নির্বাচনের আগে সব রাজনৈতিক দলই ঘর গোছাতে শুরু করে দিয়েছে। পিছিয়ে নেই বিজেপিও। এ বার পঞ্চায়েত নির্বাচনে শাসক শিবিরকে ঘিরতে বিজেপি যে দুর্নীতিকেই প্রধান অস্ত্র করবে তা বলাই বাহুল্য। চণ্ডীতলায় বিজেপির রাজ্য সভাপতি সেই ইঙ্গিত দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
UJJAL ROY
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukanta Majumder|| দুর্নীতি হাতিয়ার, পঞ্চায়েত নির্বাচনের সুর বেঁধে দিলেন সুকান্ত মজুমদার
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement