মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য, বিধানসভায় দুঃখপ্রকাশ দিলীপ ঘোষের

বিধানসভার অধিবেশনে ক্ষমা চাইলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করার কারণে এদিন ক্ষমা চাইলেন দিলীপ ঘোষ ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: বিধানসভার অধিবেশনে ক্ষমা চাইলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করার কারণে এদিন ক্ষমা চাইলেন দিলীপ ঘোষ ৷

    নোট বাতিল ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি নিয়ে বিজেপি রাজ্য সভাপতি এক জনসভায় মন্তব্য করেছিলেন,‘মমতাকে ‌চুলে মুঠি ধরে টেনে নিয়ে আসা হবে’‌। এই মন্তব্যের পরই সব মহলে সমালোচনার ঝড় ওঠে ৷ এফআইআর-ও দায়ের করা হয় ৷

    মেদিনীপুরে কোতওয়ালি থানায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তৃণমূল ৷ রিপোর্টে মুখ্যমন্ত্রীর প্রতি অশালীন মন্তব্য করা ছাড়াও এলাকায় শান্তির পরিবেশ নষ্ট করার চেষ্টা, শান্তি-শৃঙ্খলা নষ্টে প্ররোচনার অভিযোগও নথিভুক্ত করা হয় ৷

    মঙ্গলবার বিধানসভার কাজ শুরু হওয়ার পর মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার জন্য রাজ্য বিজেপি সভাপতির শাস্তির দাবি তোলেন বিরোধীরা ৷ এরপরই প্রকাশ্য সভায় ক্ষমা প্রার্থনা করেন দিলীপ ঘোষ ৷ বলেন, কাউকে অপমান করার জন্য বলিনি ৷ যা বলেছি ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজনার বশে বলেছি ৷ কথা দিচ্ছি এই ধরনের কথা বলব না ৷ যদি কাউকে আঘাত করে থাকি, তাহলে তার জন্য ক্ষমা চাইছি ৷ দুঃখপ্রকাশে কোনও লজ্জা নেই ৷ পরিস্থিতি সামাল দেওয়ায় অধ্যক্ষকে ধন্যবাদ ৷’

    যদিও বিধানসভার বাইরে বেরিয়ে তিনি তা অস্বীকার করেন ৷ সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘ক্ষমা নয় দুঃখপ্রকাশ করেছি ’৷

    এই প্রথম নয় ৷ এর আগেও বহুবার আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন দিলীপ ঘোষ ৷ কখনও তৃণমূল সাংসদদের দিল্লিতে ঘরে তালাবন্ধ করে পেটাবার হুমকি দিয়েছেন ৷ কখনও আবার রাজনৈতিক সংঘর্ষে উস্কানিমূলক মন্তব্য শোনা গিয়েছে দিলীপ ঘোষের মুখে ৷

    First published:

    Tags: Assembly, BJP, CM Mamata Banerjee, Controversial Comment, Dilip Ghosh, TMC