দিল্লিতে হিংসা পরিকল্পিত, দাবি দিলীপ ঘোষের
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
দিলীপের বক্তব্য, 'সারা ভারতকে শাহিনবাগ বানানোর চক্রান্ত হয়েছিল৷ দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে৷
#কলকাতা: দিল্লিতে হিংসা পরিকল্পিত বলে দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তাঁর বক্তব্য, দিল্লিতে পরিকল্পনা করে সন্ত্রাস চালানো হয়েছে৷ দেশকে বদনাম করতেই অশান্তি করা হয়েছে৷
দিলীপের বক্তব্য, 'সারা ভারতকে শাহিনবাগ বানানোর চক্রান্ত হয়েছিল৷ দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে৷ ট্রাম্প যে দিন এসেছেন, সে দিন কিছু মানুষকে রাস্তায় নামিয়ে দিয়ে হাতে, বন্দুক, বোমা ধরিয়ে দেওয়া হয়েছে৷ বিশৃঙ্খলা সৃষ্টি করে ভারতের বদনামের চেষ্টা৷ যারা বলছে, গণতন্ত্র বিপন্ন, তারাই গণতন্ত্রের অপব্যবহার করছে৷'
অন্যদিকে দিল্লি হিংসায় লাফি বাড়ছে মৃতের সংখ্যা৷ বুধবার তা বেড়ে ৩৪ ছুঁয়েছে৷ দিল্লির হিংসায় উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জও। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুটেরাস উত্তর-পূর্ব দিল্লির হিংসায় নিহতদের প্রতি শোকজ্ঞাপন করেছেন। পাশাপাশি হিংসা রুখতে দ্রুততার সঙ্গে মানুষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। দিল্লিতে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১০৬ অপরাধীকে। এফআইআর হয়েছে ১৮টি। দিল্লির ২০০ আহতের মধ্যে প্রায় সত্তর জন গুলিবিদ্ধ।
advertisement
advertisement
আরও ভিডিও: কী বললেন দিলীপ ঘোষ? দেখুন ভিডিও...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 27, 2020 12:51 PM IST