অসুস্থ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
Last Updated:
অসুস্থ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার ভোরে খড়গপুরে অসুস্থ হয়ে পড়েন তিনি।
#কলকাতা: অসুস্থ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার ভোরে খড়গপুরে অসুস্থ হয়ে পড়েন তিনি। খড়গপুরে গতরাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ৷ যন্ত্রণাজনিত সমস্যায় কাবু দিলীপ ঘোষ ৷ তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমআরআই রিপোর্টে দেখা গেছে তাঁর কোমরের হাড়ে চোট আছে।
স্লিপ ডিস্কের জেরে যন্ত্রণায় কাবু দিলীপ ঘোষ। ওজন বেশি থাকাতে সমস্যা বেড়েছে। চিকিৎসক জি আর বিজয়কুমার ও নিখিলপ্রসূন সিংয়ের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে দিলীপ ঘোষের। চার সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। অস্ত্রোপচার প্রয়োজন না কী, ওষুধেই সমস্যা মিটবে তাই নিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 22, 2018 4:19 PM IST